পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেনাপোল অফিস : বেনাপোল বন্দরে আমদানি ও রফতানি পণ্য পাচার প্রতিরোধ ও বন্দরের নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বন্দর অভ্যন্তরে ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ বন্দরের পণ্য চুরিসহ শৃঙ্খলা ফিরে আসবে।
প্রশিক্ষণে আমদানি-রফতানি পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে বন্দরে চুরি প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও নিরাপত্তা কর্মীদের আত্মরক্ষা ও অগ্নিনির্বাপন বিষয়ে এবং নতুন নতুন কৌশল শেখানো হয়।
জানা যায়, বেনাপোল বন্দরের সাথে কলকাতা শহরের দূরত্ব ৮৩ কিলোমিটার হওয়ায় মাত্র ৩ ঘণ্টায় যে কোনো পণ্য পৌঁছে যায় বন্দরে। যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের আমদানি-রফতানি বাণিজ্যে প্রবল আগ্রহ রয়েছে। প্রতি বছর এ পথে ভারত থেকে ২০ হাজার কোটি টাকার পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। কিন্তু এ বন্দরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রথম থেকেই রয়েছে ব্যবসায়ীদের নানা ক্ষোভ। পণ্য চুরি, অগ্নিকাÐ ও এমনকি নিরাপত্তা কর্মীদের কুপিয়ে হত্যার মালামাল ছিনিয়ে নেয়ার মতো ঘটনা ঘটছে এখানে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, বেনাপোল বন্দরে মালামাল চুরি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কর্মীদের। আগামীতে যাতে সব ধরনের দুর্ঘটনা এড়িয়ে ব্যবসায়ীদের মালামাল সুরক্ষিত থাকে সে বিষয়ে বন্দরের ইঞ্জিনিয়ারদের সাথে নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এখন থেকে নিয়মিত এ প্রশিক্ষণ অব্যাহত থাকবে। নিরাপত্তা প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) খোরশেদ আলম, আনসার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, নিরাপত্তা সংস্থা পিমার কর্মকর্তা মিজানুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।