পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কী ব্যাংকিং ইস্যুজ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। গত শনিবার জনতা ব্যাংকের উদ্যোগে শ্রীমঙ্গলের একটি হোটেলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালকবৃন্দ, সিইও অ্যান্ড এমডি, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং সকল মহাব্যবস্থাপকবৃন্দ ওই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান ‘রেসপন্সিবিলিটিজ অব বোর্ড অব ডিরেক্টরস এজ পার গাইডলাইন্স অব বাংলাদেশ ব্যাংক’ বিষয়ে এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. মোফাজ্জল হোসেন ‘কী নোটস অন এক্সটেনডিং ফাইন্যান্স বাই জনতা ব্যাংক লিমিটেড অ্যান্ড আদার রিলেটেড ইস্যুজ’ বিষয়ে বিষদ বক্তব্য উপস্থাপন করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন অনুসরণ করে কর্ম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহŸান জানান। কর্মশালার এক পর্যায়ে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।