Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ব্যাংকের সাথে মাস্টারকার্ডের যাত্রা শুরু

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গ্রাহকদের কার্ড সেবায় সর্বোচ্চ সুবিধা দিতে মাস্টারকার্ড এবং ঢাকা ব্যাংক লিমিটেড যৌথভাবে উদ্যোগ নিয়েছে। এই অংশীদারিত্বের ফলে মাস্টারকার্ডের কার্ড ইস্যুর ক্ষেত্রে প্রিন্সিপাল মেম্বারের ভ‚মিকায় থাকবে ঢাকা ব্যাংক। গতকাল ঢাকা ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ প্রিন্সিপাল মেম্বারশীপ লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এমরানুল হক, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান শাফকাত হোসেন এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডিরেক্টর গীতাঙ্ক ডি. দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মাস্টারকার্ডের কার্ড সেবা প্রদানে প্রিন্সিপাল মেম্বার হতে পারাটা ঢাকা ব্যাংকের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, এই পার্টনারশীপের সুবাদে আমাদের গ্রাহকদের উচ্চমানের পণ্য ও সেবা সরবরাহে সক্ষম হব এবং তাদের কার্ড ব্যবহারে সর্বোচ্চ সুবিধা লাভের সুযোগ করে দিতে পারব। সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ঢাকা ব্যাংক লিমিটেডের সাথে এই পার্টনারশীপের ফলে মাস্টারকার্ডের কার্ড সেবার সার্বিক বিকাশে আমাদের অব্যাহত প্রচেষ্টা আরো জোরদার হলো। এভাবে আমাদের কার্ড পোর্টফোলিওতে বৈচিত্র্য আনয়নে আমরা অনেক দূর এগিয়ে যাব বলে বিশ্বাস করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ