পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আবারও বাংলাদেশে আসছেন বলে টাইমস অফ ইন্ডিয়া যে খবর দিয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর -আইএসপিআর।
আইএসপিআর’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান গত শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের সেনাবাহিনী প্রধানের বাংলাদেশে আসার খবরটি ভিত্তিহীন। তার বাংলাদেশে আসার কোনো কর্মসূচি নেই। তার সফরের কোনো তথ্য আমাদের কাছে নেই।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ সফর করবেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এর আগে গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ঢাকা সফর করেন তিনি। ওই সফরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কোন্নয়নে যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল, সেগুলো নিয়ে জেনারেল বিপিন আলোচনা করবেন বলে সূত্রের বরাত দিয়ে জানায় টাইমস অফ ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।