Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিট চিন্তা ত্যাগ করে ইইউতে থাকতে চাইলে যুক্তরাজ্যকে স্বাগত জানানো হবে : ইইউ পার্লামেন্ট প্রধান

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:৩৮ এএম


ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট চিন্তা ত্যাগ করে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকতে চাইলে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন ইইউ পার্লামেন্টের প্রধান। এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ‘নো রিটার্ন ব্যাক’ সংক্রান্ত বিবৃতির সম্পূর্ণ বিপরীত। গত বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে তার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের সামনে অ্যান্টনিও তাজানি বলেন, ব্রিটিশরা ব্রেক্সিট চিন্তা ত্যাগ করলে তা সহজেই তারা করতে পারে এবং এই বøক খোলা হাতে তাদের স্বাগত জানাবে। ‘যুক্তরাজ্য যদি নির্বাচনের পর আর্টিকেল ৫০ প্রত্যাহার করতে চায় তাহলে প্রক্রিয়া একেবারেই পরিষ্কার’ Ñতিনি বলেন বলে জানায় গার্ডিয়ান।
‘আর যুক্তরাজ্য যদি থেকে যেতে চায় তাহলে সকলেই পক্ষে থাকবে। আমি অত্যন্ত আনন্দিত হবো’।
তাজানি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার দু’বছরের প্রক্রিয়া যে কোনো সময় বন্ধ করা যেতে পারে, থেরেসা মে লিসবন চুক্তির আর্টিকেল ৫০ বাস্তবায়নের আহŸান জানানোর পর গত মাসে তা শুরু হয়। আইন বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন বেক্সিট থেকে যুক্তরাজ্যকে ফেরানো যায় কিনা। কিন্তু তাজানি বলছেন, যুক্তরাজ্য ইইউতে থেকে যেতে চাইলে সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনই যথেষ্ট হবে।
তাজানির বক্তব্য প্রধানমন্ত্রীর থেরেসা মে’র মঙ্গলবারের বক্তব্যের বিপরীত যখন তিনি মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়ে বলেন, নির্বাচনের ফলাফল গত জুলাইয়ের ইইউ গণভোটের মাধ্যমে প্রাপ্ত ব্রেক্সিট সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। গণভোটে অধিকাংশ ব্রিটিশ ইইউ বøক থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। থেরেসা মে বলেছিলেন, ‘ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাচ্ছে এবং তা থেকে ফেরা সম্ভব নয়’।
তাজানি জোর দিয়ে বলেন, ব্রিটেনে বসবাসরত ৩০ লাখ ইইউ’র অধিবাসী ও ইইউতে বসবাসরত ব্রিটেনের ১২ লাখ মানুষের অধিকার খর্বের যে কোনো সমঝোতায় তিনি ভেটো প্রদান করবেন। তিনি এর বিরুদ্ধে ভোট দেবেন জানিয়ে তাজানি বলেন, আগামী মাসে তিনি তাদের অধিকার সম্পর্কে একটি পরিষ্কার কাঠামো চান। তিনি বর্তমানের ন্যায় অধিকার কাঠামো চান। আমাদের জন্য অতীতে যে ধরনের অধিকার ছিল, এখনো এবং ভবিষ্যতেও তা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সূত্র : আরটি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ