Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারিসের ‘হামলাকারী’ সম্পর্কে যা জানা গেছে

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘জঙ্গি’ হামলায় নিহত সন্দেহভাজন ব্যক্তি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। ফরাসি সংবাদমাধ্যম সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করে জানিয়েছে, এর আগে হত্যাচেষ্টা হামলায় ১৫ বছর কারাভোগও করতে হয়েছিল তাকে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চালানো ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস।
ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই সন্দেহভাজন হামলাকারীর নাম করিম শেউফরি। তবে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। করিমের বিরুদ্ধে দুই পুলিশসহ তিনজনের ওপর হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। ২০০১ সালে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে ২০০৩ সালে তার ২০ বছরের কারাদÐ হয়েছিল। তবে ২০০৫ সালে তা কমিয়ে ১৫ বছরের কারাদÐ দেয়া হয়। কারাবাসের মেয়াদ শেষে তাকে মুক্তি দেয়া হয়েছিল।
ফরাসি সংবাদমাধ্যম আরও জানিয়েছে, স¤প্রতি দেশটির গোয়েন্দা বাহিনী জঙ্গিদের সঙ্গে করিমের সম্পর্কের কথা জানতে পারেন। করিম তাদের নজরদারিতেই ছিল। জানা গেছে, রাতভর পুলিশ প্যারিসের পূর্বাঞ্চলের শেলেস এলাকায় অভিযান চালিয়েছে। করিম পরিবারের সঙ্গে সেখানেই থাকতো। জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের তিন সদস্যকেও আটক করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা ফ্রাঁসোয়া মলিনস সাংবাদিকদের বলেছেন, ‘হামলাকারীর পরিচয় সম্পর্কে আমরা জানি। আর তা যাচাই করা হয়েছে। তবে আমি এখন তার পরিচয় জানাচ্ছি না। কারণ এখন অভিযান ও তদন্ত চলছে। তার পরিচয় জানানোর আগে তদন্তকারীরা নিশ্চিত হতে চান যে, এ হামলায় তার কোনও সহযোগী জড়িত ছিল কিনা।’ এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় ওই সন্দেহভাজন একাই অংশ নিয়েছিল।
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জান জামবন জানিয়েছেন, ‘ওই নিহত হামলাকারী একজন ফরাসি নাগরিক।’
এর আগে, আইএসের কথিতবার্তা সংস্থা আমাক এজেন্সিতে একাধিক ভাষায় ওই ‘জঙ্গি হামলার’ দায় স্বীকার করা হয়। আমাক এজেন্সিতে আইএসের বিবৃতিতে ওই সন্দেহভাজন হামলাকারীর নাম আবু ইউসুফ আল-বেলজিকি বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে হামলাকারীকে আইএসের কথিত ‘খিলাফতের সৈনিক’ বলেও দাবি করা হয়। বেলজিয়াম থেকে ট্রেনে করে প্যারিসে আসা এক সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার কথা আগেই জানিয়েছিল রয়টার্স। (এ সংক্রান্ত আরো খবর পৃষ্ঠা ৬)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ