Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দলপুরের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকালে উপজেলার হাবিবপুর গ্রামে এ কূপ চালু করা হয়। আগামী ৪৮ ঘণ্টা পরীক্ষামূলক এ কূপ থেকে গ্যাস উত্তোলন করা হবে। আগামী মে মাস থেকে এ কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটির পরিচালনায় রয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস সংস্থা বাপেক্স।
গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক (এফআইসি) মোহাম্মদ শাহজাহান জানান, এ কূপে কত মিলিয়ন ঘনফুট গ্যাস মওজুদ রয়েছে, তা ৪৮ ঘণ্টা পর নিরূপণ করা যাবে।
আর বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলাম বলেন, মোট তিন হাজার ২০০ মিটার গভীর ক‚পটি খনন করে কয়েকটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর মধ্য এক হাজার ৪০০ মিটার গভীরতার স্তরটি সবচেয়ে বড় ও সমৃদ্ধ। এখন সে স্তর থেকেই গ্যাস প্রবাহিত হচ্ছে। এই ক‚প থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে তিনি পূর্বাভাস দেন।
বাপেক্স জানায়, এই গ্যাসক্ষেত্রের একটি ক‚প খনন করে আগে গ্যাস তোলা হয়েছে। সেটি এখন বন্ধ আছে। ওই ক্ষেত্রের অন্য স্থানে দ্বিতীয় ক‚প খনন করা হয়েছে। সুন্দলপুর গ্যাসক্ষেত্রের কৌশলগত গুরুত্ব হচ্ছে এই ক্ষেত্রের গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা সম্ভব। ওই অঞ্চলেই এখন গ্যাসের অভাব সবচেয়ে বেশি। এ ক‚প চালু করার সময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম, মহা-ব্যবস্থাপক (উৎপাদন) শহিদুজ্জমান খান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, চেয়ারম্যান নুর নবী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ