Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হাব নির্বাচনে গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:৪৩ এএম, ২১ এপ্রিল, ২০১৭


হাবের বর্তমান কমিটি গণতান্ত্রিক ফোরাম ধরাশায়ী
স্টাফ রিপোর্টার : হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে গতকাল বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগ সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বায়রার সহ-সভাপতি আলহাজ আব্দুস ছোবহান ভূঁইয়ার নেতৃত্বাধীন হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট পূর্ণ প্যানেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছে। হাবের বর্তমান কমিটির মহাসচিব শেখ আব্দুল্লাহ’র নেতৃত্বাধীন হাব গণতান্ত্রিক ফোরাম প্যানেল ধরাশায়ী হয়েছে। হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদের আংশিক প্যানেল হাব সমন্বয় পরিষদের অস্বাভাবিক ভরাডুবি হয়েছে। কড়া নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যদিয়ে হাব নির্বাচনে ভোটাররা স্বত্বঃস্বস্ফ‚র্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। একাধিক ভোটার ইনকিলাবকে বলেন, সচেতন ভোটাররা হাবে দীর্ঘ দিন পর ব্যর্থ ও বিতর্কিত নেতৃত্বের অবসান ঘটাতে তাদের ভোট প্রয়োগে ব্যাকুল হয়ে উঠেন। তারা বলেন, হাবের নির্বাচনে সত্যের বিজয় হয়েছে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট ২শ’ ৬৪ প্যানেল ভোট  আর হাব গণতান্ত্রিক ফোরাম ২শ’ প্যানেল ভোট পেয়েছে। জামাল উদ্দিন  আহমেদ ৪৯ জনের প্যানেল ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে। চট্টগ্রাম ও সিলেট জোনেও হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছে। ১১শ’ ৫৬ ভোটারের মধ্যে ৮শ’৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত পৌনে ১০টায় গণতান্ত্রিক ফোরামের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও হাবের বর্তমান সভাপতি ইব্রাহিম বাহার ও হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ ভোট কেন্দ্র ত্যাগ করেন। নির্বাচনের পরাজয় নিশ্চিত হয়ে হাব গণতান্ত্রিক ফোরামের প্যানেল প্রধান ও হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ রাত ১০টায় ভোট কেন্দ্র ত্যাগ করে বাসায় চলে যান। বিকেলে ভোট কেন্দ্রে ৬/৭টি জাল ভোট পড়ে তার মধ্যে দু’জন প্রতারক জাল ভোট দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। চট্টগ্রামে হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট ৪০টি প্যানেল ভোট পেয়েছে আর গণতান্ত্রিক ফোরাম পেয়েছে ২৯টি ভোট। জামালের আংশিক প্যানেল পেয়েছে মাত্র ২ ভোট। গভীর রাতে হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্যানেল প্রধান আলহাজ আব্দুস ছোবহান ভঁ‚ইয়া টেলিফোনে ইনকিলাবের সাথে আলাপকালে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হাব নির্বাচন সম্পন্ন হওয়ায় এবং গণতান্ত্রিক ঐক্যফ্রন্টকে পূর্ণ প্যানেলে বিজয়ী করায় হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, নির্বাচন কমিশন এবং সম্মানিত হাব ভোটারদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ