Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষিভিত্তিক স্যাটেলাইট অ্যাপসের তথ্য দিবে বিএইউ

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশে প্রথমবারের মত চালু হতে যাওয়া স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের মাধ্যমে তৈরিকৃত অ্যাপসকে আরো কার্যকর ও সঠিক তথ্য নিশ্চিত করতে সমঝোতা স্মারক করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএইউ) কৃষিতত্ত¡ বিভাগ ও এসিআই লিমিটেড। এর মাধ্যমে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে যারা সঠিক জমি ও আবাদ পদ্ধতি নির্বাচন, ফসল উৎপাদনের ধাপ পর্যালোচনা, আবহাওয়ার পরিবর্তন হলে বালাই ও কীটনাশক বিষয়ে সঠিক ও কার্যকর তথ্য প্রদান করবে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসিআই লিমিটেডের (এগ্রিবিজনেস) নির্বাহী পরিচালক ড. ফা হ আনসারী এবং বিএইউর কৃষি তত্ত¡ বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ টিমের টিম লিডার ড. মো. মশিউর রহমান। গতকাল রাজধানীর এসিআই সেন্টারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ এ্যাপসে আরও কাজ করবেন ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ড. মো. আব্দুল হক, ড. মো. আবদুর রহমান, ড. মো. শাহাদাত হোসেন ও ড. মেহেদি মাসুদ। এ বিষয়ে ড. ফা হ আনসারী বলেন, স্যাটেলাইট ডেটা ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কৃষককে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও যে দিক-নির্দেশনা দেয়া হচ্ছে সেগুলোর যথার্থতা যাচাই-বাছাই করবে এই বিশেষজ্ঞ দল। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা সহজেই আবহাওয়ার পূর্বাভাস জানা, সামনের দিনগুলোতে কখন বৃষ্টিপাত, বন্যা, খরা বা অনান্য প্রতিক‚ল পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে সঠিক তথ্য দিতে সম্ভব হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বারি) এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সাবেক ও বর্তমান বিজ্ঞানি ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রকল্পের টিম লিডার শামীম মুরাদ। ইনটেলিজেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম (আইডিএসএস) শীর্ষক প্রকল্পের মাধ্যমে কৃষিভিত্তিক স্যাটেলাইট অ্যাপসের মাধ্যমে দেশের ১২টি জেলায় প্রাথমিকভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইডিএসএস শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নে ত্রিপক্ষীয়ভাবে কাজ করছে ডিএই, নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসএনভি) এবং এসিআই লিমিটেড (এগ্রিবিজনেস)। প্রকল্পে আর্থিক সহায়তা করছে নেদারল্যান্ড স্পেস অফিস ও এসিআই লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ