Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে দু’টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি নকল মবিল বাজারজাতকরণ প্রতিষ্ঠান থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মণিহার মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মণিহার মোড় এলাকার জিসান এন্টারপ্রাইজকে একলাখ টাকা ও পেট্রোল লুব্রিকেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জরিমানার টাকা আদায় করে প্রতিষ্ঠান দু’টি সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান বলেন, অনুমোদন ছাড়া নামি দামী প্রতিষ্ঠানের নামে নকল মবিল প্রস্তুত ও বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ওই দু’টি প্রতিষ্ঠান সিলগালা করে এক লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ