Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে মহানগর বিএনপির নবাগত নেতাদের ফুলেল শুভেচ্ছা

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১:০৩ এএম

স্টাফ রিপোর্টার : নতুন কমিটি উপহার দেবার জন্য গতরাতে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া হাতে দিয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর বিএনপির নবাগত নেতারা।

রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গুলশানের কার্যালয়ে এসে পৌঁছালে মহানগর দক্ষিনের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, সহ.সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজুসহ নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সনের হাতে পুষ্পস্তবক অর্পণ করে অভিনন্দন জানায়।
কয়েক‘শ নেতা-কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেত্রীকে মুহুর্মুহ করতালি দিয়ে স্বাগত জানায়। এ সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অঙ্গসংগঠনের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, আকরামুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিন-এই দুই ভাগে বিভক্ত করে নতুন দুই বছর আট মাস পর নতুন কমিটি দেয় বিএনপি। বেগম খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা দক্ষিণের ৭০ সদস্যের এবং উত্তরের ৬৪ সদস্যের এই আংশিক কমিটি অনুমোদন করেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতার কারণে সাদেক হোসেন খোকা ও আব্দুস সালামের নেতৃত্বাধীন মহানগর কমিটি ভেঙ্গে দেয় বিএনপি। এরপর ওই বছর ১৮ জুলাই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবীব উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ৫২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেয়া হয়েছিল তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ