Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের দুই জনের মৃত্যুদন্ড

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মোহাম্মদ মোসলেম প্রধান ও পলাতক সৈয়দ মো. হুসাইনকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন। 

রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা ছয় অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে আসামিদের সাজা কার্যকর করতে হবে। পলাতক মো. হুসাইনকে গ্রেফতার করে সাজা কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেয়া হয়েছে ট্রাইব্যুনালের রায়ে।
ছয় অভিযোগের মধ্যে তৃতীয় অভিযোগে নিকলীর গুরুই গ্রামে নির্বিচারে ২৬ জনকে হত্যার দায়ে সর্বসম্মতভাবে দুই আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। চতুর্থ অভিযোগে নিকলীর নানশ্রী গ্রামে হিন্দু নারীদের ধর্ষণ ও হিন্দুদের আটকে রেখে নির্যাতনের পর ৩৪ জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামি হুসাইনের সর্বোচ্চ সাজার রায় এসেছে। ধর্মীয় স¤প্রদায়ের নারীদের টার্গেট করে ব্যাপক হারে ধর্ষণের ঘটনাকে আদালত বিবেচনা করেছে গণহত্যার সমতুল্য অপরাধ হিসেবে।
পঞ্চম অভিযোগে মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল মালেককে ধরে নিয়ে হত্যার ঘটনায় আসামি হুসাইন ও মোসলেমকে সর্বসম্মতভাবে আমৃত্যু করাদন্ড দিয়েছে আদালত। এছাড়া আরও তিন অভিযোগে আসামি হুসাইনের মোট ২২ বছরের কারাদন্ডের রায় এসেছে।
গতকাল সকাল ৯টার দিকে মোসলেম প্রধানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। বেলা সাড়ে ১০টার দিকে আদালত বসার পর দুই আসামির রায়ের কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রারম্ভিক বক্তব্যে বলেন, তারা যে রায় দিতে যাচ্ছেন, তা এসেছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, রায়ে আমরা খুশি। সফলভাবে কাজ করতে পেরেছি।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। মক্কেলের সঙ্গে পরামর্শ করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ২০১৬ সালের ৯ মে মোসলেম ও হুসাইনের বিচার কার্যক্রম শুরু করে। মামলার তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের আনা মোট ২৩ সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেন। আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী তার জবানবন্দি পেশ করেছেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ৭ মার্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ