পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ইসলাম মূর্তি বিরোধী ধর্ম। মূর্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আল্লাহর একত্ববাদ প্রকাশ করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। নীরবেও মূর্তির পক্ষে অবস্থান নিলে তার ঈমান থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। তাই মুসলমানদের দাবী মেনে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরাতেই হবে। প্রধানমন্ত্রীও মূর্তি সরানোর কথা বলেছেন। এরপরও প্রধান বিচারপতি তার একক সিদ্ধান্তে স্থাপন করা মূর্তি অপসারণে ব্যবস্থা না নিয়ে এগুঁয়েমী দেখাচ্ছেন। তাই তার পদত্যাগ করা উচিত। মূর্তি অপসারণ না করে বিকল্প কোন ব্যবস্থা এদেশের মুসলমানগণ এবং ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ মেনে নেবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা হাবিবুর রহমান ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুহাম্মদ ফয়জুল করীম গতকাল পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেছেন।
মজলিস আমীর আল্লামা হাবীবুর রহমান
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, ইসলাম মূর্তি বিরোধী ধর্ম। মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর একত্ববাদ প্রকাশ করা প্রতিটি মুসলমানের ঈমানী কর্তব্য। মুসলমান মূর্তি মেনে নিলে এবং নীরবেও পক্ষে অবস্থান নিলে তার ঈমান থাকবে না। সুতরাং মুসলমানদের প্রাণের দাবী অবিলম্বে সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি অপসারণ করতে হবে। প্রধানমন্ত্রী বলা সত্তে¡ও প্রধান বিচারপতি মূর্তি অপসারণ না করে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তার জন্য তাকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, এদেশের মানুষের কাছে যাদের কোনো অবস্থান নেই, এমন রাম-বামপন্থী কিছু লোক মূর্তির পক্ষে অবস্থান নিয়ে অসভ্য ও আবোল তাবোল বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এদের নাম প্রকাশ করে সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। অন্যথায় এরা দেশ ও ইসলামের বিরুদ্ধে সর্বনাশ করবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উলামা-মাশায়েখের সামনে মূর্তির বিষয়ে যে ঘোষণা দিয়েছেন তার দ্রæত বাস্তবায়ন দেশের মানুষ দেখতে চায়। অন্যথায় পরিণতি ভালো হবে না। মূর্তি অপসারণ না হওয়া পর্যন্ত ঈমানদার তাওহীদি জনতার আন্দোলন চলতে হবে। নিজেদের ঈমান রক্ষায় প্রয়োজনে জান দিতে প্রস্তুত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।