Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অতিরিক্ত গাড়িচালক ফেরত চেয়ে চিঠি দিয়েছে যানবাহন অধিদফতর

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চায়েত হাবিব : চালক সঙ্কটে ধুঁকছে সরকারি যানবাহন অধিদফতর। এ জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্বে থাকা দুইশত গাড়িচালক ফেরত চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জাতীয় সংসদে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘গণপরিবহন সঙ্কট থাকার কারণে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক সময়ে সরকারি অফিসে আসা-যাওয়া করতে পারছে না। সরকারি যানবাহন অধিদফতরে সরকারি গাড়ি এবং চালক রয়েছে। কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্বে দুইশত জন অতিরিক্ত গাড়ি চালক দায়িত্ব পালন করে আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সরকারের স্পিকার ডেপুটি স্পিকার, মন্ত্রী প্রতিমন্ত্রীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্বতে থাকা দুইশত গাড়ি চালক প্রত্যাহার করতে বলা হয়েছে। তাই আপনার অতিরিক্ত দায়িত্বে থাকা সরকারি গাড়িচালক আগামী কয়েক দিনের মধ্যে সরকারি যানবাহন অধিদফতরে ফেরত দেয়ার জন্য বলা হলো। আপনি জানেন সরকারি যানবাহন অধিদফতরে সরকারি গাড়িচালক নিয়ন্ত্রণ করে তাই তাদের দায়িত্ব থাকা প্রয়োজন। চিঠিতে আরো বলা হয়, সরকারি কর্মকর্তাদের গাড়িতে গাড়িচালক দেয়া হচ্ছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি যানবাহন অধিদফতরে এক পরিচালক বলেন, প্রায় ২৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং বর্তমান ও অবসরপ্রাপ্ত সচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা ছাড়াও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং এমপিদের গাড়িতে গাড়িচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে পালন করছে দুইশত গাড়িচালক। অনেকবার চিঠি দিয়েও তাদের ফেরত আনা যাচ্ছে না। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে জরুরি সভায় সরকারি গাড়িচালকদের ফেরত আনার প্রস্তাব করেছে।
এ বিষয়ে পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ ইনকিলাবকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক চিঠি দেয়া হয়েছে। যাদের কাছে অতিরিক্ত গাড়ি চালক রয়েছে তারা ফেরত দেবেন, আর যাদের কাছে নাই তারা দেবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ