Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতের সঙ্গে আপোষ দেশের অসাম্প্রদায়িক রাজনীতিকে আরো কণ্টকাকীর্ণ করবে : ওয়ার্কার্স পার্টি

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো রাজনৈতিক ও শিক্ষাঙ্গণের ক্ষেত্রে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলীতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছে যেভাবে ধর্মান্ধ গোষ্ঠীকে তোষামোদ করা হচ্ছে এবং তাদের কাছে নতি স্বীকার করে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে তা দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রাকেই বাঁধাগ্রস্ত করবে। 

ওয়ার্কার্স পার্টি থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়, হেফাজতের দাবি অনুসারে পাঠ্যপুস্তকে পরিবর্তন সাধনের পর কওমি মাদরাসার সনদের নিঃশর্ত স্বীকৃতি অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে এক চরম কুঠারাঘাত। অন্যদিকে মতাদর্শ ক্ষেত্রে হেফাজতের সঙ্গে আপোষ এ দেশের গণতান্ত্রিক রাজনীতির পথকেই আরো কণ্টকাকীর্ণ করে তুলবে। বিবৃতিতে ২০১৩ সালের ৫ মে হেফাজত কর্তৃক শাপলা চত্বরের সমাবেশ থেকে সরকার পতনের ডাক, বায়তুল মোকাররম থেকে মতিঝিল পর্যন্ত অঞ্চলে তাÐব, কোরান ও অন্যান্য ধর্মগ্রন্থে অগ্নিসংযোগ, নারীনীতি ও নারী অধিকারের চরম বিরোধীতা রাজনৈতিক দলের অফিস আক্রমণের ঘটনাবলী স্মরণ করিয়ে দিয়ে বলা হয় তারা তাদের এই কাজে বিএনপি-জামায়াতের সমর্থন পায় নাই কেবল, একে কাজে লাগিয়ে ওই গোষ্ঠীর ক্ষমতা দখলের খেলায় সক্রিয় ভ‚মিকা রেখেছিল। শাপলা চত্বরের ঘটনা সম্পর্কে চরম মিথ্যা প্রচার চালিয়েছিল। সেই হেফাজতের প্রতিটি দাবি মেনে নিয়ে আপোষ ওই অপশক্তির মুক্তিযুদ্ধ স্বাধীনতাবিরোধী স্পর্ধা আরো বাড়িয়ে দেয়া হলো।
বিবৃতিতে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণ সম্পর্কে বলা হয়, এর পরিণাম ফল হিসেবে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্র্যসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্যসমূহ অপসারণের দাবি উঠবে। বিবৃতিতে এই তথাকথিত লোকরঞ্জনবাদী অপধারার বিরোধীতায় সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, সকল গণমাধ্যমকে এগিয়ে আসার আহŸান জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ