Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণের দুশমন ক্ষমতাসীন সরকার -রিজভী

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকার জনগণের দুশমন। তাদের দুঃশাসনে দেশ ক্ষতবিক্ষত। এদের হাত থেকে দেশ উদ্ধার করতে না পারলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলীন হতে বেশি সময় লাগবে না। গতকাল বিকেলে এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে কর্মী সম্মেলনের আয়োজন করে মোহাম্মদপুর থানা শাখা মহিলা দল।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী আহম্মেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর শাসনামলে দেশে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনের খবরে পত্রিকার পাতা ভরে থাকে। পত্রিকার পাতা খুললেই নারী ধর্ষণ ও পৈশাচিক কায়দায় নারী হত্যার খবর আমাদেরকে ব্যথাতুর করে তুললেও সরকারের তাতে কিছুই আসে যায় না। বর্তমান শাসকগোষ্ঠীর ছত্রছায়ায় থেকে যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এধরনের ন্যাক্কারজনক ও অমানিবক কর্মকাÐ অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের শাস্তি হয় না বলেই দেশে অব্যাহতভাবে নারী ও শিশুদের ওপর নির্যাতনের মাত্রা এক অভাবনীয় রূপ ধারণ করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে তালাক দিয়ে এবং জনমতকে অগ্রাহ্য করে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করতে দিল্লির দরবারে দেশের সবকিছু উজাড় করে দিয়ে এসেছে। শেখ হাসিনা দেশের জনগণকে কষ্ট দিবেন কিন্তু ভারতকে কষ্ট দিতে তিনি নারাজ। মনে রাখতে হবে জনগণের দুশমন হচ্ছে বর্তমান সরকার। এদের হাত থেকে দেশকে উদ্ধার করতে না পারলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলীন হতে বেশি সময় লাগবে না।
জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনা খাতুনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহম্মেদ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, রাবেয়া আলম, মহিলা দল নেত্রী ফয়জুন নাহার মনি, নাজনিন মাহমুদ, লাইলি বেগম, নাসিমা বেগম, নাজমা বেগম, তারা বেগম, অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ