চন্দ্রগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে নুরু ডাকাত নিহত, আহত ২
লক্ষীপুর চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত-পুলিশ গোলাগুলিতে নুরুল আলম ওরফে নুরু ডাকাত নিহত হয়েছে বলে দাবী করছে পুলিশ। এসময় রফিক উল্যাহ ও রুবেল নামে
সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুকুমার দাশ গাইনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সুকুমার দাশ আশাশুনি উপজেলার শ্রীধরপুর গ্রামের সুশীল গাইনের ছেলে। সোমবার সকাল ১০ টার দিকে খুলনার কয়রা থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলফিকার আলী জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় সুকুমার দাশের সাজা হয়। সাজা হওয়ার পর সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পার্শ্ববর্তী কয়রা থানা এলাকায় একটি বাড়ি থেকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।