চন্দ্রগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে নুরু ডাকাত নিহত, আহত ২
লক্ষীপুর চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত-পুলিশ গোলাগুলিতে নুরুল আলম ওরফে নুরু ডাকাত নিহত হয়েছে বলে দাবী করছে পুলিশ। এসময় রফিক উল্যাহ ও রুবেল নামে
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী নিহত আরেকজন আহত হয়েছে।
শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানান হয়েছে।
ইউপি সদস্য মিজানুর রহমান ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ার চর গ্রামে ধর্মপুর সীমান্তে ১০৫৬ পিলার দিয়ে রাতে গরু পারাপার করছিল পাচারকারীর দলটি। এসময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর গুটলিগাও ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই কাউয়ার চর গ্রামের বাসিন্দা টুলু(৬০) নিহত হয়। আহত হয় ছাটকড়াইবাড়ী গ্রামের মজরত উল্যার ছেলে সিফাত আলী(৩৫)।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য আহবান করেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।