Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রযুক্তির মাধ্যমে সরাসরি টাকা পাবে শিক্ষার্থী -শিক্ষামন্ত্রী

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

উপবৃত্তির অর্থ বিতরণ বিকাশে
অর্থনৈতিক রিপোর্টার : রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের সহযোগিতায় শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে মাধ্যমিক শ্রেণিতে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম চালু হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বিকাশের মাধ্যমে উপবৃত্তি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি এই প্রকল্পের আওতায় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) প্রজেক্ট ডিরেক্টর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ রেসিডেন্ট মিশনের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর চাই লি এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটের মহাপরিচালক প্রফেসর ড. জিনাত ইমতিয়াজ আলি।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কারিগরি ও আর্থিক সহযোগিতায় মাউশির বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় দেশব্যাপী ২৯১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে ২ লাখ ৫২ হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে এ প্রকল্পের আওতায় ২৪ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৫১০ টাকা উপবৃত্তি পাবে সরাসরি তাদের বিকাশ একাউন্টে। শিক্ষার্থীরা বছরে দুইবার তাদের বিকাশ একাউন্টে উপবৃত্তির টাকা পাবেন।
শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিকাশের মাধ্যমে উপবৃত্তি বিতরণ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য মোতাহের হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ভিডিও কনফারেন্সে মন্ত্রীর কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের সকল উপজেলায় উপবৃত্তি চালু আছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সেসিপের এ প্রকল্পটির মাধ্যমে ৫৪টি উপজেলার শিক্ষার্থীরা অগ্রণী ব্যাংকের সহযোগিতায় বিকাশের মাধ্যমে তাদের উপবৃত্তির টাকা পাবে। প্রযুক্তির মাধ্যমে সরাসরি উপবৃত্তির টাকা তাদের হাতে চলে যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার মান বেড়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষার সহজলভ্যতা ও গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেসিপের আওতায় ১২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রায় ৪ লাখ শিক্ষকের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপবৃত্তির অর্থ বিতরণে বিকাশকে সম্পৃক্ত করায় শিক্ষা মন্ত্রণালয় এবং অগ্রণী ব্যাংককে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, দ্রæত, নিরাপদ এবং স্বচ্ছতার সাথে উপবৃত্তির অর্থ ছাত্র-ছাত্রীদের বিকাশ একাউন্টে পৌঁছে দেয়ার মাধ্যমে একটি বিস্তৃত ও সাশ্রয়ী আর্থিক সেবা প্রদান করতে পারবে বিকাশ। তিনি বলেন, উপবৃত্তির সুবিধাভোগীদের টাকা তুলতে ব্যাংকের শাখায় যেতে হবে না। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস সম্পর্কে ধারণা গড়ে উঠবে। উল্লেখ্য, ২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদান করে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ