Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১১ এএম, ১৬ এপ্রিল, ২০১৭

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার দাশুড়িয়া বাইপাস মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম সুবর্ণা কাকন। তিনি ওই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পাবনা সুজানগর উপজেলার পৌর এলাকার মোহাম্মাদ সেলিমের মেধাবী কন্যা সুবর্ণা কাকনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, সুবর্ণা কাকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার এলাকার পূর্ব পরিচিত আল আমিনের মোটর সাইকেলে পাবনার ঈশ্বরদী পাকশী এলাকায় পদ্মা নদীর কাছে বৈশাখে আসা দর্শনার্থীদের মিলনমেলা দেখতে সেখানে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া বাইপাস মোড়ে মোটর সাইকেল ঘুরিয়ে পাকশী মোড়ে ওঠার সময় পেছনে বসে থাকা সুবর্ণা কাকন অসাবধানতাবশত মোটর সাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রæতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন, পাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর আল নকীব চৌধুরী, প্রোভিসি ড. প্রফেসর আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবীর জয়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্থাপত্য বিভাগের প্রধান বিজয় কুমার দাস, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল আলীম, সাবেক ছাত্র উপদেষ্টা হাবিবুল্লাহ, বিভাগের শিক্ষার্থী ও পাবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, পাবিপ্রবি শাখা ছাত্রলীগ ও ছাত্রদল নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ