Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বর্ষবরণ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নতুন বাংলা সন ১৪২৪ কে বরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার পহেলা বৈশাখে সারাদেশে মঙ্গলশোভা যাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত
কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা জানান, কলারোয়া উপজেলা সদরসহ গ্রামগজ্ঞে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে। কলারোয়া উপজেলা পরিষদ, পাবলিক ইনস্টিটিউট, স্কুল-কলেজ, বিভিন সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয। উপজেলা সদরের বাইরে বিভিন্ন গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
উৎসবমুখর পরিবেশে গাজীপুরে পয়লা বৈশাখ পালিত।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, উৎসবমুখর পরিবেশে গাজীপুরে পয়লা বৈশাখ পালিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম সার্কিট হাউজে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পুলিশ সুপার বাসভবনে, গাজীপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রেসক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে। এসব অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনাসভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা-ইলিশের আয়োজন করে।
নাটোরে বর্ণাঢ্য আয়োজনর মধ্যে দিয়ে নববর্ষ পালিত
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে বাংলা নববর্ষ পালিত হয়েছে। শুক্রবার সকালে কানাইখালী মাঠ থেকে হাতি, ঘোড়ার গাড়ি এবং বিভিন্ন লোকজ সংস্কৃতির প্রতীকসহ একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল এই শোভা যাত্রার নেতৃত্ব দেন। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে রাণী ভবানী রাজবাড়ি চত্বরের মুক্তমঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও সেখানে আরো আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন গ্রামীণ খেলাধুলার। নববর্ষ উপলক্ষ্যে রাজবাড়ি চত্বরে শুরু করা হয়েছে তিনদিন ব্যাপী গ্রামীণ লোকজ মেলা। দিবসটি পালনে নাটোর প্রেসক্লাব, নাটোর মহারাজা জে এন স্কুল এন্ড কলেজ এবং হাতিয়ান্দহ কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী নানান কর্মসূচি পালিত হয়েছে।
নেত্রকোনায় বর্ষবরণ উৎসব
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা আর সকল প্রকার কুসংস্কার, ধর্মান্ধতা, নিরক্ষরতা, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গিকারের মধ্যদিয়ে নানা আয়োজনে নেত্রকোনায় পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ ও বৈশাখী মেলা।
সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন কালেক্টরেট ভবনের মুক্তমনা মঞ্চে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ এই গানের আহŸানের মধ্য দিয়ে পহেলা বৈশাখের কর্মসূচি শুরু হয়। শুক্রবার সকাল ৯টায় দিকে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এছাড়াও মিতালী সংঘ, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, হলি চাইল্ড একাডেমি পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করে। বর্ষবরণ উপলক্ষ্যে মধুমাছি কঁচি-কাচা বিদ্যানিকেতন প্রাঙ্গণ, চন্দ্রনাথ স্কুল মাঠে ও সাতপাই কলেজ মাঠে মেলা বসে।
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ পালিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, নানা কর্মসূচির মধ্যেদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ পালিত হয়েছে। সকাল ৭টায় সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এর নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম’সহ নানা শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণকরে স্থানীয় ফারুকী পার্কে এসে শেষ হয়। পরে ফারুকী পার্ক সংলগ্ন ডিসি মেলা চত্বরে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার, সদর হাসপাতাল ও শিশু পরিবারের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এদিকে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমির উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান। ৮ দিন ব্যাপী মেলায় বিভিন্ন দিনে প্রধান অতিথি আলোচক অতিথি হিসেবে থাকবেন ভারতের ত্রিপুরার কবি দিলীপ দাস, কথাশিল্পী আনোয়ার সৈয়দ হক, কবি নূরুল হুদা, কবি রবীন্দ্র গোপ, লেখক গবেষক সৈয়দ আবুল মুকসুদ প্রমুখ।
সুন্দরগঞ্জে নানা আয়োজনে নববর্ষ বরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৪২৪ বাংলা বর্ষকে বরণ করা হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে পান্তা খাওয়া, মঙ্গল শোভাযাত্রা, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান রেজিয়া বেগম, ইউএনও এসএম গোলাম কিবরিয়া. সহকারী কমিশনার (ভূমি)- সামিউল আমীনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সাংস্কৃতিক ও সংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল। এর আগে একটি র‌্যালি বের করা হয়। এছাড়া বর্ষবরণ উপলক্ষ্যে উপজেলার পুটিমারী উচ্চ বিদ্যালয়, জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়, ফলগাছা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচি পালন করেছে।
গফরগাঁওয়ে বাংলা নবর্বষবরণ উদযাপিত
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে দিনব্যাপী ১৪২৪ বাংলা নববর্ষ বরণ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নববর্ষ বরণের সূচনা ঘটে । উপজেলা প্রধান বৈশাখী মেলা বসে গফরগাঁও গো-হাটা বটমূলে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলশোভা যাত্রা অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল), গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমির হোসেন, গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন (সুমন), উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান, সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামছুল আরেফীন, জাতীয় সংসদ সদস্য মহোদয়ের একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল, গফরগাঁও থানার ওসি এ কে এম মাহবুব আলম, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জাতীয় দৈনিকে সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণ।
সাতক্ষীরায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় নানা আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৪। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে নেওয়া হয়েছে তিন দিনের কর্মসূচি। শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে বাংলার ঐতিহ্যবাহী পালকী, গরুর গাড়ি, কৃষকের লাঙ্গল-জোয়াল, জেলের জালসহ প্রাচীন বাংলার বিভিন্ন জিনিসপত্র নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানে মিলিত হয়। বৈশাখী উৎসব মেলা চলবে তিনদিন।
বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, পুলিশ সুপার আলতাফ হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক এ এফ এম এহতেশামুল হক প্রমুখ। মেলায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের নাগরদোলায় চড়ে আনন্দ করতে দেখা যায়।
সীমান্তে বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি
হিলি সংবাদদাতা জানান, বাংলা শুভ নববর্ষ উপলক্ষ্যে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের চেকপোস্ট শূণ্যরেখায় হিলি সিপি বিজিবি কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান ভারতের হিলি বিএসএফ’র ক্যাম্প কমান্ডার ডিপি দত্ত ও এল তারকির হাতে এসব মিষ্টি তুলেদেন।
বিজিবি জানায়, বাংলা নববর্ষের আনন্দ ভাগা-ভাগি করে নিতে এবং সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ সম্প্রতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে ২০ বিজিবি’র পক্ষ থেকে ভারতের ১৮৩ ও ১৯৯ বিএসএফ অধিনায়কে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।
শ্যামনগরে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা জানান, শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী বৈশাখী আয়োজনের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ সাদীদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর, চেয়ারম্যান অ্যাড. জি এম শোকর আলী, সাংবাদিক রনজিৎ বর্মন, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, প্রধান শিক্ষক ড. মুহা. আব্দুল মান্নানসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ প্রমুখ।
বিপুল উৎসাহে বাংলা নববর্ষ বরণ
শরীয়তপুর জেলা সংবাদদাতা জানান, সুখী, সুন্দর উন্নয়ন সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের শপথের মাঝ দিয়ে শরীয়তপুর জেলাবাসী বাংলা নববর্ষ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করেছে। গত শুক্রবার শোভাযাত্রা, পান্তা ভোজন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলাসহ ৩ দিনের নানা আয়োজন শরীয়তপুরে নববর্ষকে বরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ৭টায় বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী সুপার মো. তানভীর হায়দার, শরীয়তপুর প্রেসক্লাব, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনে কর্মকর্তাগণ, জেলা সদরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, পুলিশবাহিনীর সদস্যগণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
কচুয়ায় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বর্ষবরণ উদযাপিত
কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, কচুয়ায় মঙ্গল শোভাযাত্র, আলোচনা সভা ও সাংস্কিৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও চাঁদপুর পলিটেকনিকের উদ্যোগে পৃথক পৃথকভাবে বর্ষবরণ উদযাপন করা হয়। পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি সংস্কৃতির অংশ হিসাবে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান বাংলাদেশে পালিত হয়ে আসছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
রাজশাহীর গোদাগাড়ীতে বংলা নববর্ষ পালিত
গোদাগাড়ী, (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে বৈশাখী উৎসব পালন হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার গোদাগাড়ী উপজেলা প্রাশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় উপজেলা প্রশাসন চত্বর হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গোদাগাড়ী পৌরশহর শহীদ ফিরোজ চত্বর প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড় হাটপাড়া হয়ে পদ্মা নদীর পাড়ে বৈশাখী মেলার স্থলে গিয়ে শেষ হয়। এই মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী-তানোর আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। মঙ্গল শোভাযাত্রায় বাঙালির চিরচেনা রুপ কৃষক সেজে হাতে লাঠি, কাধে জোঁয়ালসহ বিভিন্ন আঙ্গিকে সেজে বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তোলে। অনেকেই জেলে সেজে জাল, খোলাই-পোলাই নিয়ে জেলেদের রূপে ফুটিয়ে তোলে। এছাড়াও গরুর গাড়িতে বর-বধু সেজে নানান আঙ্গিকে গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে ওঠে। শোভাযাত্রায় বাংলার ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
বোদায় ব্যতিক্রমী পয়লা বৈশাখ উদযাপন
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ের বোদায় এবার ব্যতিক্রমী পয়লা বৈশাখ এর আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী, উপজেলা সাংস্কৃতিক পরিষদ, শুভ্র সংগিত বিদ্যালয় ও ভবেশ স্মৃতি সংসদ। পয়লা বৈশাখের সুর্যোদয়ের সাথে সাথে গত শুক্রবার ভোর ৬টায় বোদা কেন্দ্রীঢ শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীত, যন্ত্র-সংগিত ও আবৃত্তিসহ লোকজ সঙ্গীত পরিবেশ করা হয়। এই প্রথম বার ঢাকা ছায়ানটের আদলে বোদায় ব্যতিক্রমী পয়লা বৈশাখ উদযাপনে দর্শক ও ছিল চোখে পড়ার মত।
বরুড়ায় বৈশাখী উৎসব পালিত
বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার বরুড়ায় প্রশাসনের ব্যবস্থাপনায় বৈশাখী উৎসব ১৪২৪ বাংলা পালিত হয়। শুক্রবার সকাল বেলায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা চত্বর থেকে বৈশাখী র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরসদর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিন ব্যাপি উপজেলা পরিষদ মাঠে উন্মক্ত মঞ্চে কবিতা আবৃতি, গান, নৃত্য পরিবেশন করে হয়। সঙ্গীত একাডেমি, খেলাঘর, প্রজন্ম একাত্তোর এর শিল্পীরা গান পরিবেশন করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী, নির্বাহী অফিসার মোছা. লুৎফুন নাহার নাজিম, ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, শাহিনা মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম সাইফুল আলম, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ, ওসি (তদন্ত) আজম উদ্দিন মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল হক সর্দার, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলম শফি, বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক বিএম মহসিন, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, এম ডি আজিজুর রহমানসহ অনেকে। র‌্যালিতে রং বে রঙের সাজে সজ্জিত হয়ে ছোট ছোট শিশু কিশরা অংশগ্রহণ করে।
শিবালয়ে পয়লা বৈশাখ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
আরিচা সংবাদদাতা জানান,
শিবালয়ে পয়লা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, শুভ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আরিচা ঘাটের যমুনার তীরে এক বর্ণাঢ্য বৈশাখী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘শতদল” সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এই ঘুড়ি উৎসবের আয়োজন করে। মানিকগঞ্জ-১ আসনের এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয় শুক্রবার বিকেলে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন এবং সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা তায়েবুর রহমান টিপু, শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।
চারদিকে নদী আর মাঝখানে জেগে উঠা চরে হাজারো মানুষের মিলন মেলা এ যেন ভিন্ন আমেজের উৎসব। এই ঘুড়ি উৎসবে শত শত ধরনের ঘুড়ির সমারোহ দেখা যায়। ঘুড়ির মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল, উড়োজাহাজ ঘুড়ি, কৈইরা, চিলা, পতেঙ্গা, ফুল, মনিুষ ঘুড়ি, ময়ূরসহ বিভিন্ন ধরনের বাহারি ঘুড়ির প্রতিযোগিতা হয়। এতে বৈচিত্রময় এবং দর্শনীয় সেরা ৩৬টি ঘুড়ির জন্য পুরস্কার প্রদান করা হয়।
পাবনায় নানা আয়োজন
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা পহেলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। পাবনা জেলা প্রশাসন ‘নব আনন্দে জাগি পহেলা বৈশাখে’ শ্লোগানে জেলা প্রশাসক রেখা রানী বালো নেতৃত্বে এক বর্ণঢ্য মঙ্গল শোভা যাত্রা বের হয়। প্রতি বছরের মতো এবারও রুচি বৈশাখী উৎসব ,‘হৃদয় নাচে বৈশাখী সাজে’ শ্লোগানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি: সকালে এক বর্ণঢ্য মঙ্গলশোভা যাত্রা বের করে। কোম্পানীর ব্যবস্থপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর নেতৃত্বে শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরায় নানা আয়োজন
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৪। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে নেওয়া হয়েছে তিন দিনের কর্মসূচি। শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে বাংলার ঐতিহ্যবাহী পালকী, গরুর গাড়ী, কৃষকের লাঙ্গল-জোয়াল, জেলের জালসহ প্রাচীন বাংলার বিভিন্ন জিনিসপত্র নিয়ে অংশ গ্রহণ করতে দেখা যায়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখি মেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানে মিলিত হয়। বৈশাখি উৎসব মেলা চলবে তিনদিন।
ফুলবাড়ীতে বিনামূল্যে পান্তা-ইলিশ
ফুলবাড়ী উপজেলা সংবাদদাতা:
বাঙালী ঐতিহ্যকে বরণ ও বাঙালীর চিরায়ত সংস্কৃতিকে প্রাণে ধারণ করতে দিনাজপুরের ফুলবাড়ীতে এখন সর্বত্র উৎসব আর আনন্দের ছোঁয়া। বাংলা নববর্ষের এই দিনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় বৈশাখের সাজ-সাজ রব চোখে পড়ার মত। লাল সাদা পোশাকের বৈচিত্র্যময় সাজে বাংলা নববর্ষ ১৪২৪কে বরণ করতে শুক্রবার সকাল ৯ টায় দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রার র‌্যালী বের হয়। এছাড়াও পৌর শহরের উপশহর মাঠে সকাল সাড়ে ৯টায় পৌরবাসীর জন্য বিনামূল্যে পান্তা-ইলিশের আয়োজন করেন,পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।
রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা
রাণীনগর উপজেলা সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে শুক্রবার বাংলা নববর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকালে উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে ইসরাফিল আলম আইটি অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃক দিনব্যাপী এই বর্ষবরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাণীশংকৈলে পহেলা বৈশাখ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা: বাংলা নতুন বর্ষবরণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক শোভাযাত্রার মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষ্যে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ