পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেবিদ্বার উপজেলা সংবাদদাতা : কেক কাটা, আলোচনা সভা ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের ৯৬তম জন্মদিন শুক্রবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ তাঁর নিজ গ্রামে পালিত হয়েছে। ন্যাপ দেবিদ্বার উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাহাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জহিরুল ইসলাম মুন্সি। বিশেষ অতিথি ছিলেন এলাহাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক পরিমল বিকাশ দত্ত। উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মমিনুর রহমান বুলবুল মাস্টারের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ন্যাপের সাংগঠনিক সম্পাদক গোলাম সুলতান আহমেদ, উপজেলা ন্যাপের সহ-সভাপতি শহিদুল্লাহ সরকার, সিরাজুল ইসলাম মেম্বার, তাজুল ইসলাম চেয়ারম্যান, এলাহাবাদ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তফা নেয়ামত হক ও ফেরদাউস আলম প্রমুখ। আলোচনায় বক্তাগণ বলেন, মোজাফফর আহমদের জন্ম ১৯২২ সালের ১৪ এপ্রিল। তিনি তাঁর ত্যাগ আর কর্মে বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে যান। তার কারণে এলাহাবাদ তথা দেবিদ্বার উপজেলাবাসী গর্বিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।