Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টের ভাস্কর্য অপসারণ বিষয় সরকারের নয়, সুপ্রিম কোর্টেরই : হাছান মাহমুদ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের বিষয় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্টেরই, সরকারের নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পহেলা বৈশাখ নিয়ে বিএনপি বক্তব্যের প্রতিক্রিয়ায় এ সংবাদ সম্মেলন করেন হাছান মাহমুদ।
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী নেতৃত্বাধীন একদল ওলামার সঙ্গে বৈঠকে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্য অপসারণের সম্মতিতে সরকারী দল হিসেবে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের জবাবে হাছান বলেন, সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্ট সরকারের কোন প্রতিষ্ঠান নয়। এখানে এই ভাস্কর্য থাকবে কি, থাকবে না, এটা একান্তই সুপ্রিম কোর্টের এখতিয়ার।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের সামনের গ্রীক ভাস্কর্যটি যেখানে স্থাপন করা হয়েছে তা জাতীয় ইদগাহ মাঠের পাশে। এখানে স্বকীয়তা অনুসরণ করা হয়নি। এই কারণে প্রধানমন্ত্রী ওনার মতামত প্রকাশ করেছেন। ইতোমধ্যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির কাছে মতামত ব্যক্ত করেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বক্তব্যের সমালোচনা করে হাছান বলেন, রিজভী বলেছেন, ভারত পাকিস্তানকে দুর্বল করার জন্য পাকিস্তান ভেঙ্গে দিয়েছিলেন। এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি এ সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ