Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল

বিষয় : বাংলা ২য় পত্র
০১। উৎস বা উৎপত্তি অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
(ক) তিনটি (খ) চারটি *(গ) পাঁচটি (ঘ) ছয়টি
০২। কোনটি তৎসম শব্দঃ
(ক) চন্দ্র (খ) বৈষ্ণব (গ) তসবী *(ঘ) ক ও খ
০৩। নিচের কোনটি তদ্ভব শব্দ?
*(ক) হাত (খ) ঝাঁটা (গ) চন্দ্র (ঘ) ভবন
০৪। বাংলা ভাষায় প্রচলিত বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে?
(ক) প্রতিশব্দ (খ) সমার্থক শব্দ
*(গ) পারিভাষিক শব্দ (ঘ) বিদেশী শব্দ
০৫। কোনটি মিশ্র শব্দ?
(ক) নামাজ-রোজা (খ) হারাম-হালাল
*(ঘ) হাট-বাজার (ঘ) ধামা-কুলো
০৬। ফরাসি শব্দ কোনটি?
(ক) হরতাল (খ) পাদ্রি (গ) তোপ *(ঘ) কুপন
০৭। কোনটি মিশ্র শব্দ?
(ক) বেগম-বাদশা *(খ) হেড-মৌলভী
(গ) চন্দ্র-সূর্য (ঘ) চাকর-বাকর
০৮। ‘হাসপাতাল’ কোন শ্রেণীর শব্দ?
(ক) খাঁটি উচ্চারণে ইংরেজি শব্দ
*(খ) পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ
(গ) পারিভাষিক শব্দ (ঘ) পর্তুগিজ শব্দ
০৯। ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
(ক) ওলন্দাজ (খ) তুর্কি (গ) হিন্দি *(ঘ) গুজরাটি
১০। তৎসম শব্দ কোনটি?
(ক) চাকু *(খ) নক্ষত্র (গ) ঈমান (ঘ) চামার
১১। কোন শব্দটি মুন্ডারী ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
*(ক) চুলা (খ) কুলা (গ) মুলা (ঘ) তুলা
১২। নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক) কলেজ (খ) ম্যানেজার
(গ) অক্সিজেন *(ঘ) নথি
১৩। ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার শব্দ?
*(ক) পর্তুগিজ (খ) ফরাসি
(গ) গুজরাট (ঘ) পাঞ্জাবি
১৪। কোনটি তৎসম শব্দের উদাহরণ?
(ক) কুচ্ছিত (খ) বেগম
(গ) গিন্নী *(ঘ) হস্ত
১৫। কোনটি পারিভাষিক শব্দ?
* (ক) বিশ্ববিদ্যালয় (খ) কলেজ
(গ) স্কুল (ঘ) ইনস্টিটিউশন
১৬। ‘চশমা’ কোন ভাষা থেকে গৃহীত শব্দ?
(ক) ইংরেজি (খ) ফরাসি
*(গ) ফারসি (ঘ) ওলন্দাজ
১৭। কোনটি পর্তুগিজ শব্দ?
*(ক) আলপিন (খ) ইস্কাপন
(গ) হরতাল (ঘ) লুঙ্গি
১৮। কোনটি দেশী শব্দ নয়?
(ক) পেট (খ) চাঙারী
*(গ) ঘর (ঘ) ঠোঙা
১৯। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
*(ক) কান্না (খ) গিন্নি
*(গ) রান্না (ঘ) ইস্কুল
২০। কোনটি অর্ধ-তৎসম শব্দ?
(ক) সূর্য (খ) সুনাম
(গ) জবান *(ঘ) জোছনা
২১। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে?
*(ক) দেশী শব্দ (খ) বিদেশী শব্দ
(গ) তৎসম শব্দ (ঘ) বাংলা শব্দ
২২। নিচের কোনটি আরবি শব্দ?
(ক) নামাজ (খ) রোজা (গ) খোদা *(ঘ) হজ
২৩। যে সকল সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো-
*(ক) তৎসম শব্দ (খ) তদ্ভব শব্দ
(গ) দেশী শব্দ (ঘ) বিদেশী শব্দ
২৪। তৎসম শব্দে ‘তৎ’ কোনটি বোঝায়?
*(ক) সংস্কৃত (খ) বাংলা (গ) প্রাকৃত (ঘ) অসমীয়া
২৫। ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
(ক) ইংরেজি (খ) জাপানি
(গ) ওলন্দাজ *(ঘ) ফরাসি
২৬। দেশী শব্দ কোনটি?
(ক) কুপন (খ) কলম (গ) কপি *(ঘ) কুড়ি
২৭। ‘গিন্নী’ কোন শ্রেণীর শব্দ?
(ক) খাঁটি বাংলা শব্দ (খ) দেশী
(গ) বিদেশী *(ঘ) অর্ধ-তৎসম
২৮। তৎসম শব্দ কোনটি?
(ক) চা (খ) চেয়ার
*(গ) ধর্ম (ঘ) কান
২৯। বিদেশী শব্দ কোনটি?
(ক) হাত (খ) ডাগর
*(গ) হায়াত (ঘ) নাগর
৩০। কোনটি মিশ্র শব্দ?
*(ক) কৃষ্টি-কালচার (খ) হালাল-হারাম
(গ) নামাজ-রোজা (ঘ) ধামা-কুলো
৩১। ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
(ক) বাংলা+ফারসি (খ) সংস্কৃত+ফারসি
*(গ) ফারসি+আরবি (ঘ) সংস্কৃত+আরবি
৩২। ‘হাঁট-বাজার’ শব্দ দুটি কি কি ভাষার শব্দ মিলে হয়েছে?
(ক) বাংলা+সংস্কৃত *(খ) বাংলা+ফারসি
(গ) বাংলা+আরবি (ঘ) ফারসি+আরবি
৩৩। ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) সংস্কৃত (খ) আরবি
*(গ) ফারসি (ঘ) তুর্কি
৩৪। ‘ডাক্তারখানা’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছেঃ
(ক) ইংরেজি+বাংলা (খ) ফারসি+আরবি
(গ) ইংরেজি+আরবি *(ঘ) ইংরেজি+ফারসি
৩৫। ‘দোকান’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) আরবি *(খ) ফারসি (গ) ফরাসি (ঘ) গুজরাটি
৩৬। ‘খ্রিস্টাব্দ’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
(ক) ইংরেজি+বাংলা (খ) ফারসি+আরবি
(গ) ইংরেজি+আরবি *(ঘ) ইংরেজি+সংস্কৃত
৩৭। ‘রাজা-বাদশা’ কোন শব্দের মিলনে এটি শব্দদ্বৈত হয়েছে?
*(ক) তৎসম ও ফারসি (খ) বাংলা ও সংস্কৃত
(গ) ইংরেজি ও বাংলা (ঘ) ইংরেজি ও সংস্কৃত
৩৮। ‘তৎসম’ কোন ধরনের শব্দ?
(ক) উপ শব্দ *(খ) পারিভাষিক শব্দ
(গ) হিন্দি শব্দ (ঘ) আঞ্চলিক শব্দ
৩৯। হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ?
(ক) দেশী (খ) বিদেশী
*(গ) তদ্ভব (ঘ) তৎসম
৪০। কোনটি তদ্ভব নয়?
*(ক) লুঙ্গি (খ) হাত (গ) চাঁদ (ঘ) দাঁত
৪১। কোনটি দেশী শব্দের আওতাভুক্ত নয়?
(ক) কুলা (খ) পেট (গ) ঢেঁকি *(ঘ) হাত
৪২। ‘টোপর’ কোন জাতীয় শব্দ?
*(ক) দেশী (খ) বিদেশী
(গ) তৎসম (ঘ) অর্ধ-তৎসম
৪৩। নিচের কোনটি দেশী শব্দ নয়?
(ক) ঢেঁকি (খ) চাটাই (গ) ডাব *(ঘ) চা
৪৪। কোনটি বিদেশী শব্দ?
(ক) চাঙ্গা *(খ) মেথর (গ) ঝাঁ (ঘ) কুলা
৪৫। ফারসি শব্দ কোনটি?
(ক) আকাশ (খ) বাতাস
(গ) পৃথিবী *(ঘ) দোকান
৪৬। তুর্কী শব্দ কোনটি?
(ক) আইন *(খ) চাকর (গ) কাগজ (ঘ) আদালত
৪৭। ‘রিকশা’ কোন ভাষার শব্দ?
(ক) বাংলা (খ) ইংরেজি
*(গ) জাপানি (ঘ) হিন্দি
৪৮। ‘হিন্দি’ ভাষার শব্দ কোনটি?
*(ক) চানাচুর (খ) ইংরেজি (গ) লুঙ্গি (ঘ) রিকসা
৪৯। নিচে কোনগুলো ওলন্দাজ শব্দ?
(ক) আনারস, আলপিন (খ) গীর্জা, পাদ্রী
*(গ) রুইতন, হরতন (ঘ) স্কুল, ইউনিভার্সিটি
৫০। বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ হয়েছে, সেগুলোকে পÐিতগণ কয়টি ভাগে ভাগ করেছেন?
(ক) তিন ভাগে (খ) চার ভাগে *(গ) পাঁচ ভাগে (ঘ) ছয় ভাগে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন