Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮তম বিসিএস প্রিলির প্রস্তুতি

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাংলা ভাষা ও সাহিত্য
শামসুল আলম
প্রভাষক
ক্যারিয়ার গাইডলাইন
শাহনামা মৌলিক গ্রন্থটি কার?
ক) মালিক জয়সী √খ) ফেরদৌসি
গ) সৈয়দ হামজা ঘ) কাজী দৌলত উজির বাহরাম খাঁ
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
√ক) আঠারো শতকের শেষার্ধে ও উনিশতকের প্রথমার্ধে
খ) ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
গ) সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
ঘ) উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠিত হয়-
ক) ১৮১৮ সালে খ) ১৮২৬ সালে √গ) ১৮০০ সালে ঘ) ১৮৮৫ সালে
কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ) সুভাষ মুখোপাধ্যায়
গ) কাজী ইমদাদুল হক √ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রথম সার্থক বাংলা নাটক-
√ক) শর্মিষ্ঠা খ) কৃষ্ণকুমারী গ) শাজাহান ঘ) বসস্ত
বিখ্যাত নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল?
ক) প্ল্যান্টিং মিরর ইন্ডিগো √খ) ইন্ডিগো প্ল্যান্টিং মিরর
গ) মিরর প্ল্যান্টিং ইন্ডিগো ঘ) বøুমির
রঙ্গিলা নায়ের মাঝি-এর লেখক হলেন-
√ক) জসীমউদ্দীন খ) ফররুখ আহমদ
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) অতুল প্রসাদ
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
√ক) আবদুল মান্নান সৈয়দ খ) সৈয়দ আজিজুল হক
গ) আবু সয়ীদ আইয়ুব ঘ) সৈয়দ শামসুল হক
আরজ আলী মাতুব্বর কী হিসেবে পরিচিত?
ক) কবি খ) নাট্যকার √গ) দার্শনিক ঘ) কথাসাহিত্যিক
নেমেসিস নাটক নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ √খ) উনপঞ্চাশের মন্বন্তর
গ) বায়ান্নর ভাষা আন্দোলন ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ
বনফুল কার ছদ্ধনাম?
ক) প্রমথ চৌধুরী √খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) যতীন্দ্র মোহন বাগচী ঘ) মোহিতলাল চৌধুরী
আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে?
ক) কাজী এমদাদুল হক খ) মীর মশাররফ হোসেন
√গ) মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরতœ
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?
ক) দ্বিজেন্দ্রলাল রায় খ) মাইকেল মধুসূদন দত্ত
√গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) আহসান হাবীব
কোনটি শুদ্ধ বানান?
ক) উৎশৃঙ্খল খ) উৎশৃংখল √গ) উচ্ছৃঙ্খল ঘ) উচ্ছৃংঙ্খল
কোন বাক্যটি শুদ্ধ?
ক) জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর খ) জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
গ) জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ √ঘ) জ্ঞানী মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
ঈঁৎৎবহঃ ধপপড়ঁহঃ শব্দের বাংলা পরিভাষা-
ক) চলতি আমানত খ) চলিষ্ণু বিনিয়োগ √গ) চলতি হিসাব ঘ) মেয়াদি হুন্ডি
বামেতর শব্দটির অর্থ-
ক) বামচোখ √খ) ডান গ) ইতর ঘ) বামদিক
সৌম্য-এর বিপরীত শব্দ-
ক) শান্ত খ) কঠিন গ) উদ্ধত √ঘ) উগ্র
বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
ক) ৫টি √খ) ৪টি গ) ৭টি ঘ) ৬টি
আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
ক) বাহান্নটি √খ) পঁয়তাল্লিশটি গ) চুয়ান্নটি ঘ) আটত্রিশটি
কোনটি খাঁটি বাংলা শব্দ?
√ক) ঢোল খ) ঈদ গ) হালুয়া ঘ) সাবান
নিশীত রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?
ক) ক্রিয়া বিশেষণ খ) বিশেষণ √গ) বিশেষ্যের বিশেষণ ঘ) ক্রিয়া
সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত - এটি কোন ধরনের বাক্য?
√ক) সরল খ) জটিল গ) যৌগিক মিশ্র
নায়ক শব্দের সঠিক কৃৎ প্রত্যয়-
√ক) নৈ+অক খ) না:+অক গ) নাই+অক ঘ) নী+অক
সন্ধির উদ্দেশ্য কোনটি?
ক) শব্দের মিলন খ) ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
√গ) শব্দগত মাধুর্য সৃষ্টি ঘ) বর্ণের মির
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
√ক) সমস্যমান পদ খ) সমাস বাক্য
গ) সমপ্তক পদ ঘ) ব্যাসবাক্য
চর্যাপদ এক প্রকার-
ক) ছড়া খ) গল্প √গ) গান ঘ) রম্যরচনা
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
ক) বিজয়গুপ্ত √খ) ভারতচন্দ্র রায়গুণাকর
গ) বৃন্দাবনের ঘ) বর্ধমানের
দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?
ক) দুই ভাষায় রচিত পুঁথি
√খ) কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ) আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
ইয়ং বেঙ্গল কি?
ক) বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
√খ) ইংরেজি ভাবধারপুষ্ট বাঙালি যুবক
গ) একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
ঘ) একটি সাময়িক পত্রের নাম
আধুনিকতার লক্ষণ কি?
ক) ইংরেজি শিক্ষা খ) দেশে বিদেশে ঘুরে বেড়ানো
গ) সহশিক্ষা √ঘ) স্বদেশপ্রেম ও মানবতাবাদ
তত্ত¡বোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়-
ক) ১৮৪১ সালে খ) ১৮৪২ সালে
গ) ১৮৫০ সালে √ঘ) ১৮৪৩ সালে
চতুরঙ্গ গ্রন্থটি একটি-
ক) মহাকাব্য খ) নাট্যকাব্য গ) ছোটগল্প √ঘ) উপন্যাস
ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-
√ক) জীবনানুভ‚তির গভীরতায় খ) দৃষ্টিভঙ্গির সূ²তায়
গ) কাহিনীর সরলতা ও জটিলতায় ঘ) ভাষার প্রকারভেদে
কিত্তনখোলা নাটকটি কার রচনা?
ক) মুনীর চৌধুরী খ) মমতাজউদ্দিন আহমদ
গ) সৈয়দ শামসুল হক √ঘ) সেলিম আল দীন
এইসব দিনরাত্রি নাটকের রচয়িতা কে?
√ক) হুমায়ূন আহমেদ খ) শামসুল হক
গ) ইমদাদুল হক মিলন ঘ) হুমায়ুন আজাদ
কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
গ) প্রমথ চৌধুরী √ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা?
ক) উপন্যাস খ) রম্য রচনা √গ) প্রবন্ধ ঘ) ভ্রমণ কাহিনী
নকশী কাঁথার মাঠ কি ধরনের কাব্য?
ক) মহাকাব্য √খ) গীতিকাব্য গ) পত্রকাব্য ঘ) কাহিনীকাব্য
কোনটি অমিয় চক্রবর্তীর কাব্য নয়?
ক) একমুঠো √খ) পারাপার গ) পালাবদল ঘ) ছায়াহরিণ
সনেট শব্দটি-
ক) জার্মানী √খ) ইটালিয়ান গ) ফ্রেঞ্চ ঘ) ইংরেজি
প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন?
√ক) চন্দ্রাবতী খ) আশাপূর্ণা দেবী
গ) মহাশ্বেতা দেবী ঘ) প্রতিভা বসু
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
ক) কি চাহ শঙ্খচিল খ) জন্ম যদি তব বঙ্গে
√গ) রাইফেল রোটি আওরাত ঘ) একদা এক রাজ্যে
যৌবনে গান কোন ধরনের রচনা?
ক) গীতিধর্মী √খ) উদ্দীপনামূলক
গ) ব্যঙ্গাত্মক ঘ) আধ্যাত্মিক
যুগসন্ধিকালের কবি কাকে বলা হয়?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর √খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) বিহারীলাল চক্রবর্তী ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনস্মৃতি কার আত্মজীবনী?
ক) বুদ্ধদেব বসু √খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) রজনীকান্ত সেন ঘ) সৈয়দ মুজতবা আলী
কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
ক) ষাট খ) সত্তর √গ) চল্লিশ ঘ) পঞ্চাশ
সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
ক) রাজা মনি মোহন রায় খ) রাজা রামমোহন রায়
√গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) অক্ষয় কুমার দত্ত
ঘোষ ধ্বনি নয়-
ক) গ খ) ঘ √গ) ঝ ঘ) শ
সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
ক) সম+বিধান খ) সং+অবিধান √গ) সম্ +বিধান ঘ) সং+বিধান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন