Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণমাধ্যম সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে রিজভী

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গণমাধ্যমকে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশের মানুষের সকল অধিকার ভূলুণ্ঠিত করেছে। মানুষের মৌলিক অধিকার পর্যন্ত তারা হরণ করতে কুণ্ঠাবোধ করছে না। জনবিচ্ছিন্ন পদক্ষেপে সরকারের মধ্যে সর্বদা আতঙ্ক বিরাজ করছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন গত বুধবার বিকাল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শুরু হলে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল বিএনপি চেয়ারপারসনের বক্তব্য সরাসরি স¤প্রচার শুরু করে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার তা বন্ধ করে দেয়া হয়। তাছাড়া অধিকাংশ টেলিভিশন চ্যানেলে গুরুত্বহীনভাবে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচার করা হয়েছে। কোনো কোনো টেলিভিশন চ্যানেলে তা সম্পূর্ণ বøাকআউট করা হয়েছে। সরকারের সরাসরি নির্দেশেই বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা সৃষ্টি করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, দেশের অনেক জাতীয় দৈনিকেও দেখা গেছে, বেগম খালেদা জিয়ার বক্তব্যকে গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়নি। গণমাধ্যমকে বেপরোয়াভাবে নিয়ন্ত্রণের বহিঃপ্রকাশ ঘটেছে, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারের ওপর অঘোষিত সেন্সরশিপের মাধ্যমে। সরকারের অপকর্ম ঢাকতেই গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরকার হস্তক্ষেপ চালায়। সরকারের এই আচরণ স্বেচ্ছাচারী, অগণতান্ত্রিক ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের আরেকটি দৃষ্টান্ত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, সরকারপ্রধান ভারতে গিয়ে যে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছেন, তা দেশ ও জনগণের স্বার্থবিরোধী। নইলে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা দিতে সরকার এতটা বেপরোয়া হয়ে উঠত না। সত্য প্রকাশ হওয়ার ভয়েই তারা বিএনপি চেয়ারপারসনের বক্তব্য প্রচারে বাধা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ