Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ জন নিহত আহত ৪

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : হাতিয়া উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রæপের সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়। এসময় ২টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে চরকিং ইউনিয়নের মুরাদ মেম্বারের বাড়িসহ দুইটি বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। ঘটনার সময় প্রাণ রক্ষায় লোকজন দৌড়ে স্থানীয় ভৈরব বাজার এলাকায় অবস্থান নিলে সন্ত্রাসীরা সেখানে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। এ সময় বাহার সর্দার (৪৫)-কে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন নদী থেকে বাহার সর্দারের লাশ উদ্বার করে। অন্যরা নদীতে ঝাঁপিয়ে প্রাণে রক্ষা পায়। এরপর সন্ত্রাসীরা ৬ নম্বর ওয়ার্ডের তাহের মেম্বারের বাড়িতে হামলা চালায়। এসময় স্থানীয় লোকজনের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ বাধে। এতে নূরুল আলম (৩০) নামে এক হামলাকারী নিহত হয়। হামলায় আহতরা হলোÑ আবুল বাসার (৩৫), আমীর হোসেন (৩০), মনির উদ্দিন (২৮) ও সেলিম উদ্দিন (৩৪)। উল্লেখ্য, হাতিয়ায় উত্তেজনাকর পরিস্থিতিতে নোয়াখালী সদর থেকে দুইজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে বিপূল সংখ্যক ফোর্স হাতিয়ায় প্রেরণ করা হয়। কিন্তু সহিংসকবলিত এলাকাগুলোতে অভিযান পরিচালনা না করেই পুলিশ ফোর্স জেলা সদরে ফিরে আসে। ফলে সহিংসতা চরম আকার ধারণ করেছে। হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌপথে নৌযান ও যাত্রী পারাপার হ্রাস পেয়েছে। চলমান সহিংসতার প্রেক্ষিতে জনসাধারণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ