Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতের সঙ্গে আ’লীগের কোনো জোট হয়নি -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হেফাজতের চিন্তা-চেতনার সঙ্গে আওয়ামী লীগের চিন্তা ধারার কোন মিল নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে আমাদের কোন এ্যালায়েন্স (জোট) হয়নি। হেফাজতের চিন্তাধারার সঙ্গে আমাদের মিলমিশ হয়ে গেছে এ ধরনের ধারণা কোথা থেকে এলো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কওমি মাদ্রাসার উচ্চশিক্ষার স্বীকৃতি দেয়া মানে হেফাজতে ইসলামের সঙ্গে কোনও আপোষ করা নয়। এটা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা। জনগণের আবেগ অনুভূতির সঙ্গে সঙ্গতি রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের জবাব দিতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদ ও হাইকোর্টের সামনে থেকে গ্রীক মূর্তি অপসারণের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হেফাজতের চিন্তা ধারার সঙ্গে মিলে যাচ্ছে কি না গণমাধ্যমকর্মীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জানতে চান।
সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের উদ্দেশ্য পরিষ্কার, এখানে হেফাজতে ইসলাম মূল বিষয় না। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভবিষ্যত একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। তাই প্রধানমন্ত্রী একটা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিয়েছে। আর কওমি মাদ্রাসার সবাই হেফাজত করে এটা কে বলেছে।
তিনি বলেন, আর হেফাজতে ইসলামের সঙ্গে আমাদের কোন এ্যালায়েন্স (জোট) হয়নি। হেফাজতের চিন্তা ধারার সঙ্গে আমাদের মিলমিশ হয়ে গেছে এ ধরনের ধারণা কোথা থেকে এলো।
হেফাজতে মিতালী হবে আত্মঘাতী বামধারার প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাদের এমন বক্তব্যে আওয়ামী লীগ কি মনে করে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, বাংলাদেশের রাজনৈতিক সামাজিক যে বাস্তবতা, এখানকার জনগণ যেটা ভাবে, আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতির রিয়েলিটি হচ্ছে আমাদের জনগণের, অনুভূতি আবেগের সঙ্গে সঙ্গতি রেখে যারা বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে পারে তারাই এদেশের সত্যিকারের প্রগতিশীল।
তিনি বলেন, হেফাজতের কোন ব্যক্তি বা হেফাজত কি বলল, আমরাতো হেফাজতের সঙ্গে কোন ‘কমপ্রোমাইজ’ করিনি। আর হেফাজতের সঙ্গে তাদের কোন সামঞ্জস্যের কোন বিষয় নিয়ে আলাপ করতে যাইনি। আমরা বাংলাদেশে ৭০ হাজার কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের তো ‘ইগনোর’ করতে পারি না। বাংলাদেশের স্বার্থে জনগণের যে একটা আবেগ, একটা বৃহৎ জনগোষ্ঠী তারা পড়াশোনা করে, তাদেরও একটা শিক্ষা স্বীকৃতি দেয়া উচিত এখানে। এটা বাস্তব সম্মত। এটার মানে এই না যে কোন সা¤প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ। কোন সা¤প্রদায়িক শক্তির সঙ্গে আপোষের কথা হাস্যকর।
আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করছে বিএনপি নেত্রীর এমন অভিযোগকে হাস্যকর দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করবে এটা আসলে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে এটা তাদের অভিযোগ। ধর্মীয় শিক্ষাকে আমরা আধুনিক করতে চাই। বাংলাদেশের বাস্তবতায় ধর্মীয় শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্যকে অজ্ঞতার পরিচয়, উদ্দেশ্য প্রণোদিত ও উসকানিমূলক বলে আখ্যায়িত করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু ভারত নয়, পৃথিবীর অনেক দেশের সঙ্গে এমওইউ সমঝোতা প্রক্রিয়াধীন রয়েছে।
আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কুমিল্লাসহ সারাদেশে দলের শৃঙ্খলাভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে কেস টু কেস ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা দলে শৃঙ্খলাবিরোধী কাজের জন্য পেছন থেকে মদদ যোগাচ্ছে ও উসকানি দিচ্ছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আওয়ামী লীগ এবার বৈশাখী র‌্যালী বাতিল করেছে। এর আগে মহানগর আওয়ামী লীগ বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত পহেলা বৈশাখের র‌্যালীর কর্মসূচি ঘোষণা করেছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ নেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ