পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বোরকা পরে সন্তান আব্রাহাম খান জয়কে কোলে নিয়ে স্বামী নায়ক শাকিব খানকে হাসপাতালে দেখতে যান অপু। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের কাছে শাকিবের স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। এ সময় শাকিব অপুকে বলেন, ‘এত কষ্ট করে এখানে আসার কী দরকার ছিল।’ গতকাল বিকেল পৌনে ৬টায় হাসপাতালে যান অপু বিশ্বাস। ওই হাসপাতালের যে কক্ষে শাকিব খান চিকিৎসাধীন; সেখানে ১০ মিনিট ছিলেন। শাকিব খান অসুস্থ হলে এর আগে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর পৌনে ১টার দিকে শাকিব খান ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে যান। পরে তাকে সেখানে ভর্তি করা হয়। এদিকে প্রশ্ন তৈরি হয় শাকিব খানকে দেখতে হাসপাতালে যাবেন কিনা অপু বিশ্বাস? এ নিয়ে দ্বিধায় ছিলেন এই আলোচিত চিত্রনায়িকা। হাসপাতালে যাওয়া না যাওয়া নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব থাকা অপু সাংবাদিকদের প্রথমে বলেন, ‘আমি একটু বাইরে ছিলাম। শাকিব হাসপাতালে ভর্তি হয়েছে, এ খবর পেয়েছি। বাচ্চাকে নিয়ে বের হতে পারবো কিনা বুঝতে পারছি না। বাচ্চার অবস্থা দেখে তারপর হাসপাতালে যেতে পারি। এখনো ভাবিনি হাসপাতালে যাব কিনা?’ স্বামীকে হাসপাতালে দেখতে যাবেন, সেখানে তো ভাবার কিছু নেই। কিন্তু অপুকে এখন ভাবতে হচ্ছে। কারণ অপুর হাসপাতালে যাওয়ার দিকেও তাকিয়ে আছে শাকিব-অপুর ভক্তরা। অপুর আপনজনেরা বলছেন, শাকিব ছেলের কারণে অপুকে স্ত্রী হিসেবে মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন। আবার একথাও জানিয়েছে অপুকে এখন শুধু রান্না ঘরে ব্যস্ত থাকতে হবে। কিন্তু অপু রান্নাঘরে নয়; সিনেমায় ব্যস্ত থাকতে চান।
শাকিব খানের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নিয়েও নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে সোস্যাল মিডিয়ায়। কেউ কেউ মনে মনে বলছেন, শাকিব খান অসুস্থতার ভান করছেন। এটা তার কৌশল, এতে করে অপুর কাছে শাকিবকে যেতে হবে না। অপুই ছুটে আসবে শাকিবের কাছে। কথা ছিল পয়লা বৈশাখে অপুকে বাসায় তুলবেন শাকিব। এমন খবর শোনা গিয়েছিল। শাকিব টিভি পর্দায় অপুকে মেনে নেয়ার কথা বললেও এখনো অপুর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেননি। এখন শাকিবের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসবে অপু। মিটে যাবে সব কিছু। এমনটা ভাবনা কারো কারো। কিন্তু অপু বিশ্বাস দ্বিধায় ছিলেন। তিনি বলেন, ‘এখনো বুঝতে পারছি না হাসপাতালে শাকিবকে দেখতে যাওয়া ঠিক হবে কিনা? শেষ পর্যন্ত অপু দেখতে যান শাকিবকে। রাতে অপু সাংবাদিকদের বলেন, আমি এখন হাসপাতালে তাকে দেখে এসেছি। সে সবার পছন্দের নায়ক যেমন, তেমনি সফল বাবা এবং সফল স্বামী। আশা করি, শাকিব দ্রæত সুস্থ হয়ে কাজ শুরু করতে পারবে। অপু আরো বলেন, বুধবার রাতে শাকিব খান আমার বাসায় এসেছিল। আমাদের মধ্যে অনেক কথা হয়েছে। পুরো দেশের মানুষ চান আমাদের মিল হোক। আমাদের দুজনের সংসারে রাগ-অভিমান মনোমালিন্য হতেই পারে। আমি জানি শাকিব ফিরবেই। সে আমাকে ও তার সন্তান আব্রাহাম খান জয়কে ভালোবাসে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।