Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই তংচংগ্যাদের বিষু উৎসব র‌্যালি

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলাসংবাদদাতা : ‘আমাদের সংস্কৃতি আমাদের অহঙ্কার’ এ প্রতিপাদ্য সেøাগানকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় তংচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব (চৈত্র সংক্রান্ত-বাংলা নববর্ষ) সকল তংচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ মিলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাংলা চৈত্রকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা র‌্যালি ও আলোচনা করা হয়। ওই র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তনা চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জটিল তংচংগ্যা, কাপ্তাই থানার ওসি রঞ্জন কুমার সামন্ত, উদযাপন কমিরি আহŸায়ক ইউপি চেয়ারম্যান চিরনজিত তংচংগ্যা, দিপ্তীময় তংচংগ্যা, দয়ারাম তংচংগ্যা, চিরনজিত এবং ইউপি চেয়ারম্যান প্রকৌ: আব্দুল লতিফ, চেয়ারম্যান খ্যাইসাঅং মারমা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ