পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীতে এইচএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নের সমাধানকালে দু’জনকে হাতে নাতে গ্রেফতার করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজন শিক্ষিকা ও অপরজন ছাত্র। এরা হলেন, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (কোডা) উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক সিফাত জেসমিন নূর এবং একই কলেজের ছাত্র মেহেদী হাসান। তাদের মধ্যে জেসমিনকে দুই বছর এবং মেহেদীকে একমাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর জানান, গতকাল বুধবার সকালে এইচএসসির উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা শুরুর আগে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এবং কুটুমবাড়ি রেস্তোরাঁয় বসে ছিলেন কিছু শিক্ষার্থী। সেখানে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। পরীক্ষা শুরুর পর মোবাইল ফোনে পাঠানো ফেসবুকে প্রশ্নের উত্তর সমাধান করার সময় ধরা পড়েন সিফাত জেসমিন নূর ও মেহেদী হাসান। তারা পৃথক দুটি গ্রæপে ছিলেন। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ঢাকা বোর্ডের উপ-পরিদর্শক অদৈত্য কুমার শাহা বলেন, কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন তাদের জেরা করেন। মেহেদী হাসানের মোবাইল ফোনে থেকে আর জে রাহাত নামের এক আইডি পাওয়া যায়। সেখানে ফেসবুকে পোস্টের বিষয়টি বের হয়ে আসে। পরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তাদের একজনকে দুই বছর ও অপরজনকে একমাসের কারাদন্ড দেন। তিনি আরও জানান, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে রাজধানীর কবি নজরুল কলেজের সামনে চার পরীক্ষার্থীর কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করেছেন ঢাকা বোর্ডের দায়িত্বরত পরিদর্শক দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।