Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ হাবের এজিএম হট্টগোলের আশঙ্কা : মতবিনিময় সভায় প্রাক-নিবন্ধন সিরিয়াল রক্ষা কমিটি

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

প্রাক-নিবন্ধিতদের সিরিয়াল অনুযায়ীই হজে নিতে হবে
স্টাফ রিপোর্টার : প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের সিরিয়াল অনুযায়ীই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের সিরিয়াল ভঙ্গ করে সমবণ্টনের অযৌক্তিক প্রস্তাব কোনো হজযাত্রী মেনে নেবেন না।
এ নিয়ে আজ বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে হাবের জরুরি এজিএমে তুমুল হট্টগোল হবার আশঙ্কা রয়েছে। গতকাল (বুধবার) রাতে স্থানীয় একটি হোটেলে প্রাক-নিবন্ধন সিরিয়াল রক্ষা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন। সংগঠনের আহŸায়ক মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি জোনায়েদ বিন গুলজার, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা আব্দুর রব, মুফতি আব্দুল কাদের মোল্লা, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মো: আকরাম ও মাওলানা লুৎফর রহমান।
নেতৃবৃন্দ বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রায় ৭শ’ হজ এজেন্সির মালিক হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করে এসএমএস পেয়ে হজ প্যাকেজের টাকাও পরিশোধ করেছেন। হাবের নেতৃবৃন্দ আসন্ন হাবের নির্বাচনে ভোটারদের সমর্থন নেয়ার জন্য ৭শ’ হজ এজেন্সির প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের বাদ দিয়ে সমবণ্টনের অযৌক্তিক প্রস্তাব তুলে তিনশ’ হজ এজেন্সির পক্ষ নিচ্ছে। এতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ভুলুণ্ঠিত হবে এবং সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ হবে। এদিকে, রাতে অপর একটি হোটেলে কোটাবঞ্চিত হজ এজেন্সির মালিকরা প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনে সমবণ্টনের দাবিতে এক মতবিনিময় সভার আয়োজন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ