Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারেকের স্ত্রী’র মামলা বাতিলের রুল খারিজ

বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সম্পদের তথ্য গোপনে দুদকের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলা বাতিলের জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৮ সপ্তাহের মধ্যে তাকে বিচারক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ রুল খারিজ করে এই রায় দেন। ফলে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদক। আদালতে জোবায়দার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। কায়সার কামাল বলেন, তিনি দেশের বাইরে আছেন। তাই আদালত আট সপ্তাহের সময় দিয়েছেন, যেন কোনো রকম বাধাবিঘœ ছাড়া তিনি বিচারিক আদালতে গিয়ে মামলা পরিচালনা করতে পারেন। গত ১০ জানুয়ারি মামলা বাতিলে জারি করা রুল শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এর আগে ২০১৬ সালের ২ নভেম্বর জোবায়দা রহমানের বিরুদ্ধে করা আবেদনটি শুনতে বিব্রত বোধ করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠান।
অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং সম্পদের যাবতীয় তথ্য গোপন করার জন্য তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানসহ তারেকের শাশুড়ি ইকবাল এম আর বানুর বিরুদ্ধে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা দায়ের করে দুদক। কাফরুল থানায় দায়ের করা মামলায় ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করলেও আপিল বিভাগ তাতে সাড়া দেননি। এ মামলায় আসামিপক্ষ দুদককে শুরুতে পক্ষভুক্ত করেনি। ২০১৫ সালের ২ এপ্রিল দুদকের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের অপর একটি বেঞ্চ দুদককে পক্ষভুক্ত করার আবেদন মঞ্জুর করেন। খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সালে স্ত্রী-মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে যান। এর পর থেকে তারা সেখানেই রয়েছেন।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৪ এপ্রিল, ২০১৭, ১০:৪১ পিএম says : 0
    শুনাযাচ্ছে ডাঃ জোবায়দা রহমান নাকি রাজনীতিতে আসবেন। আর এটা যদি সঠিক হয় তাহলে আমি মনে করি কোন রকম তাল বাহনা না করে মামলা পরিচালনার জন্য যদি হাজির হতেই হয় আইন অনুযায়ী তাহলে ওনাকে হাজিরা দেয়া দরকার এবং দেশেও অবস্থান করা দরকার। সাথে সাথে এখনই রাজনৈতিক অঙ্গনে বিচরণ করা উচিৎ বলে মনে করি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ