Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কয়ারে ক্রিপসি ক্রিমের শাখা উদ্বোধন

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীর স্কয়ার হাসপাতালে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত ক্রিপসি ক্রিম ডোনাটসের দ্বিতীয় শাখা যাত্রা শুরু করেছে। গতকাল বিকেলে যৌথভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন ক্রিপসি ক্রিমের বাংলাদেশের ফ্রানসাইজ ওরিয়ন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং স্কয়ার গ্রæপের পরিচালক এরিক এস চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে ওরিয়ন গ্রæপের নির্বাহী সহ-সভাপতি (অর্থ ও হিসাব) সমরেশ বণিক ও ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) সাজেদুল করিম এবং স্কয়ার গ্রæপের পরিচালক (হাসপাতাল) কে এম সাইফুল ইসলাম ও স্কয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার ইউসুফ সিদ্দিক উপস্থিত ছিলেন।
গ্রাহকদের সুবিধার্থে বিক্রয় নিয়ে এ লো চ্যাট ফিচার
স্টাফ রিপোর্টার : ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে চ্যাট ফিচার নিয়ে এসেছে বিক্রয় ডট কম। বাজারে বিভিন্ন পণ্যের ক্রেতার সাথে বিক্রেতার যথাসময়ে যোগাযোগ স্থাপন করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। নতুন চ্যাট ফিচারের মাধ্যমে, ক্রেতারা নির্দিষ্ট বিক্রেতাদে যেকোনো প্রশ্ন করতে পারবেন অথবা ফোন নম্বরের নিচে চ্যাট চিহ্নিত সিম্বল-এ ক্লিক করে সহজেই পণ্যের মূল্য নিয়ে আলোচনা করতে পারবেন, এছাড়াও যেকোনো অ্যাড-এর বাই নাউ বাটনে ক্লিক করেও ক্রেতাদের সাথে সংযুক্ত থাকতে পারবেন। নতুন চ্যাট ফিচারটি ডেস্কটপ, মোবাইল ও বিক্রয় অ্যাপ-এ পাওয়া যাবে এবং নতুন কোনো চ্যাট মেসেজ এলেই ব্যবহারকারীরা সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ব্যবহারকারী অফলাইনে থাকলে মেসেজ সেভ থাকবে এবং অনলাইনে আসা মাত্রই তিনি সেটা দেখতে পারবেন। বিক্রয় ডট কমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, ‘আমাদের মার্কেটপ্লেসের মাধ্যমে গ্রাহকদের মাঝে দৃঢ় সম্পর্ক স্থাপন হয় যা বিশ্বস্ততা ও প্রতিশ্রæতি নিশ্চিত করে, ফলে ক্রেতা-বিক্রেতারা স্বচ্ছ ও নিরাপদ অনলাইন শপিং এর অভিজ্ঞতা পেয়ে থাকেন। নতুন ফিচারটি ক্রেতা ও বিক্রেতাদের মাঝে নিয়ে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত, আশা করছি এর মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা আরও স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারবেন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ