Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনা ব্যাংক লিমিটেড এবং বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

যমুনা ব্যাংক লিমিটেড এবং বিকাশ লিমিটেডের মধ্যে স¤প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে যমুনা ব্যাংক লিমিটেড, বিকাশ লিমিটেডকে ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ সেবা প্রদান করবে। যমুনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমদ এবং বিকাশ লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ ছাড়াও ওই অনুষ্ঠানে যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আলম, বিকাশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
আমেরিকার ওয়ালস্ট্রিট জার্নালে এনআরবিসি ব্যাংকের প্রশংসা
স¤প্রতি আমেরিকার বিখ্যাত ওয়ালস্ট্রিট জার্নালের একটি জনপ্রিয় ইউনিট ডবিøউএসজে কাস্টম স্টুডিওস-এ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে এক অভূতপূর্ব সাফল্যের মুখ্য ভূমিকা রাখার প্রেক্ষিতে এনআরবিসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার ভূয়সী প্রশংসা করা হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত সংবাদে এনআরবিসি ব্যাংক এবং এর স্ট্র্যাটেজিক পার্টনার সুইসকন্ট্রাক্ট একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান এর যৌথ উদ্যোগের কথা ব্যক্ত করা হয়েছে যার ফলস্বরূপ স্বল্পআয়ের দারিদ্র্য ও উপেক্ষিত জনগোষ্ঠীকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনার এক যুগান্তকারী উদ্যোগের বাস্তবায়ন হয়েছে যা ক্রমবর্ধনশীল। ওয়ালস্ট্রিট জার্নালের ভাষ্যমতে, অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এনআরবিসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পাশ্চাত্যের উন্নতবিশ্বে ব্যবহৃত প্রযুক্তির সমতুল্য।-বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ