পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সূচকের দরপতন অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর গত পাঁচ দিন ধরে একটু একটু করে কমছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল ডিএসইর প্রধান সূচক ৩৭ দশমিক ০৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৬৬ দশমিক ৬০ পয়েন্ট কমেছে। যা বড় ধরনের পতন হয়েছে।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৬২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৭ কোটি ৪০ লাখ। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭১৪ কোটি ৮৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৮২ কোটি ৬২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৭ কোটি ৭৮ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ২৯৮ পয়েন্টে এবং ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ব্র্যাক ব্যাংক, বেক্সফার্মা, বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, ডোরিন পাওয়ার, এসিআই, এবি ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার, ডেল্টা স্পিনিং এবং অ্যাপোলো ইস্পাত।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলোÑ রহিম টেক্সটাইল, পিপলস ইন্সুরেন্স, ইস্টার্ন কেবলস্, রিজেন্ট টেক্সটাইল, ডেফোডিল কম্পিউটার, প্যারামাউন্ট টেক্সটাইল, অগ্নি সিস্টেম লিঃ, কর্ণফুলি ইন্সুরেন্স, গোল্ডেন হারভেস্ট ও ডরিন পাওয়ার। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলোÑ ইস্টার্ন ব্যাংক লিঃ, আইএফআইসি, ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার লিজিং, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, মতিন স্পিনিং, শাহাজীবাজার পাওয়ার, আইডিএলসি, ইসলামিক ফাইন্যান্স ও রূপালি ব্যাংক।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৭ কোটি ২৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৪৭ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০ হাজার ৬০৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৫ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৯৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৮২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ফারকেমিক্যাল, জেনারেশন নেক্সট, তুংহাই নিটিং, বেক্সিমকো লিমিটেড, এনভয় টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, এইচএফএল, সিটি ব্যাংক, সিএনএ টেক্সটাইল এবং আরগন ডেনিমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।