পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : হজযাত্রীদের নিবন্ধনের চ‚ড়ান্ত সময় বৃদ্ধির ঘোষণা আগামী বৃহস্পতিবার দেয়া হবে। হাব নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনার করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
আল্লাহর মেহমান হজযাত্রীরা সারা জীবনের সঞ্চয় দিয়ে হজে যান। তারা যাতে কষ্ট অথবা ভোগান্তির শিকার না হন সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্বের বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বজলুল হক বিশ্বাস এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুুল জলিল।
এতে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভ‚ঁঁইয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মো. জিয়াউল হক, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কাজী নাজির হোসেন, ধর্মমন্ত্রীর এপিএস শফিক উদ্দিন শফিক, বিমানের জিএম আশরাফুল আলম, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) শরাফত ধর্মমন্ত্রীর এপিএস শফিক উদ্দিন শফিক, জামান, ধর্ম মন্ত্রণালয়ের নিয়োগকৃত আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটেডের সিইও এবং সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক পরিচালক হজ বজলুর রহমান বিশ্বাস ও ধর্মমন্ত্রীর পিও আবু সাঈদ। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, পবিত্র মক্কা-মদীনার সম্মানিত ইমাম ও খতিব নিজ দেশে ফিরে গিয়ে সউদী বাদশার সাথে আলাপ করে বাংলাদেশের হাজীদের কোটা বাড়াতে চেষ্টা করবেন। ধর্মমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব। হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ধর্মমন্ত্রী উল্লেখ করেন। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বজলুল হক হারুন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। ফলে দেশে হাজীর সংখ্যাও দিন দিন বাড়ছে। দু’লাখের কাছাকাছি হজযাত্রী প্রাক-নিবন্ধিত হয়েছে। তিনি বলেন, পবিত্র মক্কা-মদীনার ইমামগণ বাংলাদেশের অতিরিক্ত হজযাত্রীদের কোটা বাড়াতে সউদী বাদশা সালমানের সাথে আলোচনা করবেন। ধর্ম সচিব এক প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে চলছে। প্রাক-নিবন্ধন নিয়ে হাবের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উঠেছিল তা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে দেখা হয়েছে। নিবন্ধন নিয়ে কোনো অনিয়ম হয়নি। হজযাত্রীদের প্রাক-নিবন্ধন নিয়ে অনিয়মের অভিযোগে আদালতে দায়েরকৃত মামলাও খারিজ হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।