Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত মালালা

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নোবেলে শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফ জাইকে জাতিসংঘের শান্তিদূত করা হয়েছে। এর মাধ্যমে এ-লেভেলের শিক্ষার্থী ১৯ বছরের মালালা জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত হলেন, জানিয়েছে বিবিসি। জাতিসংঘের শান্তিদূত হিসেবে মালালা মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করবেন।
মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালানোয় ২০১২ সালে জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলার শিকার হন মালালা। তাকে প্রায় মেরে ফেলা হয়েছিল। পাকিস্তানে প্রাথমিক চিকিৎসার পর লন্ডনে ব্যয়বহুল অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে তাকে সারিয়ে তোলা হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে সর্বোচ্চ সাম্মানিক এ দায়িত্ব গ্রহণের পর মালালা বলেন, “(পরিবর্তনের সূচনা) আমাদের সঙ্গে শুরু হয়েছে এবং এখন থেকেই শুরু হওয়া উচিত। উজ্জ্বল ভবিষ্যৎ চাইলে আপনাকে এখনই কাজ শুরু করতে হবে, কারো জন্য অপেক্ষা করা চলবে না।”
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস মালালাকে ‘বিশ্বের সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়- সবার জন্য শিক্ষার প্রতীক’ হিসেবে বর্ণনা করেন।
শিল্প, সাহিত্য, বিজ্ঞান, বিনোদন, খেলাধুলা ও জনজীবনের অন্যান্য ক্ষেত্র থেকে বেছে নেওয়া প্রতিনিধিকে জাতিসংঘের শান্তিদূত করা হয়। এ পর্যন্ত যারা এ সম্মানটি পেয়েছেন তাদের মধ্যে মুহাম্মদ আলি, জর্জ ক্লুনি, মাইকেল ডগলাস, লিওনার্দো ডিক্যাপ্রিও, ওয়াঙ্গারি মাথাই আছেন। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ