পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধান নির্বাচন কমিশনারের জেলায় প্রার্থীকে হুমকি : ইসিতে অভিযোগ
স্টাফ রিপোর্টার : ১৭৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন আগামী ১৬ এপ্রিল। সুষ্ঠু ভোট গ্রহণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নিজ জেলা পটুয়াখালীতে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অভিযোগ কমিশনে।
আসন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) সুষ্ঠু ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ব্যালট পেপারসহ সব নির্বাচনী এলাকায় মালামাল নেয়ার জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে। আজ বুধবার নির্বাচনী ব্যালট পেপারসহ সব মালামাল যাচ্ছে। এ ক্ষেত্রে ব্যালট বিতরণ করা হবে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে এবং অন্যান্য মালামাল ইসি সচিবালয় থেকে বিতরণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নিজ জেলা পটুয়াখালী জেলার মহিপুর থানার ৯ নম্বর ধুলাশ্বর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো: ইয়াকুব খান ইসিতে অভিযোগ দিয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। পাশাপাশি প্রার্থীর পক্ষ থেকে ভয়ভীতি দেখানোর বিভিন্ন অভিযোগও বলা হয়েছে।
ইসি সচিবালয় জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল সাধারণ নির্বাচন হবে ৫৫টি ইউপিতে, উপনির্বাচন হবে ১০২টি ইউপিতে এবং বন্ধ ঘোষিত, মামলাজনিত বা অন্য কারণে স্থগিত ইউপি, ভোটকেন্দ্রে পুনঃভোট গ্রহণ হবে ১৭টি ইউপিতে। সব মিলে আগামী ১৬ এপ্রিল ১৭৪ ইউপিতে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ২১ জেলার ২৬ উপজেলার সাধারণ নির্বাচন, ৪৯ জেলার ৯০ উপজেলায় উপনির্বাচন ও ১২ জেলার সংশ্লিষ্ট ইউপিতে পুনঃভোট রয়েছে। সুষ্ঠু ভোটের আয়োজনে নির্বাচনী মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা নিয়েছে ইসি। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারের ১৭৬টি মোবাইল টিম, ৯০ প্লাটুন বিজিবি, ৯০ প্লাটুন র্যাব এবং উপকূলীয় এলাকার ইউপিতে ৮ প্লাটুন কোস্টগার্ড রাখা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, প্রত্যেক ইউপিতে পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারের ২টি মোবাইল টিম, বিজিবি ১ প্লাটুন, র্যাব ১ প্লাটুন এবং উপকূলীয় এলাকার ইউপিতে কোস্টগার্ড ১ প্লাটুন রাখার পরিকল্পনা রয়েছে। ভোটের আগের দুই দিন, ভোটের দিন ও ভোটের পরের দিন এই মোট চার দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকছে। এছাড়া বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। ইসির আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসারের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
ইসির প্রস্তুতির মধ্যে ভোট নিয়ে নানা অভিযোগ আসতে শুরু করেছে কমিশনে। গত সোমবার পটুয়াখালী জেলার মহিপুর থানার ৯ নম্বর ধুলাশ্বর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো: ইয়াকুব খান ইসিতে অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। এ ক্ষেত্রে প্রার্থী নিজের ও তার সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির কাছে আবেদন করেছেন। কমিশনের ঘোষিত ইউপির তফসিল অনুযায়ী গত ২৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার শেষে ১৭৪ ইউপিতে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। তৃণমূলের ভোটের বিষয়ে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন ইনকিলাবকে বলেন, আমার এলাকায় একটি পৌরসভা ও ইউপি উপনির্বাচন রয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। এছাড়া মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভা, সিলেটের বিয়ানীবাজার ও গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভায় আগামী ২৫ এপ্রিল ভোট গ্রহণ হবে। এই তিন পৌরসভার প্রার্থীরাও জমজমাট প্রচার চলাচ্ছেন বলে জানা গেছে। গত ১৫ ফেব্রæয়ারি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন ৫ বছরের জন্য দায়িত্ব নেন। এরপর কুমিল্লায় প্রথম বড় নির্বাচন করল তারা। এছাড়া দু’টি উপনির্বাচন, একটি সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের ১৮টি নির্বাচন হয়েছে নতুন ইসির অধীনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।