Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকের ঘরে ধান না ওঠা পর্যন্ত আমরা খাওয়ার ব্যবস্থা করব

কিশোরগঞ্জে ত্রাণমন্ত্রী

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের যতদিন পর্যন্ত কষ্ট লাঘব না হবে, আপনাদের ঘরে যতক্ষণ আবার ধান না ওঠবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের খাওয়ার ব্যবস্থা করব। আপনারা না খেয়ে থাকবেন, আর আমরা খেয়ে আরামে থাকব, সেটা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে, দেশের একটি মানুষও না খেয়ে থাকতে পারবে না।’ গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বন্যা কবলিত হাওর অঞ্চল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, হাওরে বন্যায় তাৎক্ষণিক ২৫০ মেট্রিক টন চাল ও ১৬ লাখ টাকা পাঠিয়েছি। ইতোমধ্যে বরাদ্দ শুরু হয়েছে। আমরা যা যা দরকার তার সব ব্যবস্থাই করব।’
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে তিনি হাওর উপজেলা মিঠামইন ও ইটনার পানিতে তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। মন্ত্রী সন্ধ্যায় জেলা কালেক্টরেট মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ