পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পহেলা বৈশাখের অনুষ্ঠানে মুখোশ পরা যাবে না। র্যালি বা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া যে কেউ মুখোশ সঙ্গে নিতে পারবেন। তবে মুখোশ মুখে নয়, তা কেবল হাতে করে বহন করা যাবে। পহেলা বৈশাখের দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজের সময় গান বাজনা এবং মাইক বন্ধ রাখতে হবে।
গতকাল (মঙ্গলবার) ‘বাংলা বর্ষবরণ অনুষ্ঠানমালায় করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ’ জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। তিনি বলেন, নববর্ষের শোভাযাত্রায় ভুভুজেলা বাজানো যাবে না। ভুভুজেলা ও মুখোশ বিষয়সহ মোট ১৭টি করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরেন পুলিশ কমিশনার।
এর আগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার নূরে আলম মিনা র্যালি বা অনুষ্ঠানে ভয়ঙ্কর বা আপত্তিকর মুখোশ পরা যাবে না বলে জানিয়ে দেন।
সিএমপির কমিশনার বলেন, ‘পহেলা বৈশাখে উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠানসমূহ বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে। তবে আবদ্ধস্থানে (ইনডোর) আয়োজিত অনুষ্ঠান করা যাবে। কিন্তু এ ক্ষেত্রে অবশ্যই সিএমপির অনুমতি নিতে হবে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে। মোটরসাইকেল ব্যবহার করা যাবে। কিন্তু তাতে চালক ব্যতীত আরো কোনো আরোহী থাকতে পারবে না। আর অনুষ্ঠানস্থলে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। সুবিধাজনক স্থানে গাড়ি রেখে হেঁটে অনুষ্ঠানস্থলে যোগ দিতে হবে।
পুলিশ কমিশনার বলেন, শোভাযাত্রায় কোনো ধরনের ব্যাগ, পোটলা, প্যাকেট বহন করা যাবে না। পাশাপাশি অনুষ্ঠানস্থলে ঢোকার সময় সকলকে দেহ তল্লাশিতে সহায়তা করা হবে। শোভাযাত্রায় এবং সমাবেশস্থলে পানি বা অন্য কোনো পানীয়ের বোতল বহন করা যাবে না। পুলিশের পক্ষে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।
তিনি বলেন, কোনো প্রকার আগ্নেয়াস্ত্র, ধারাল অস্ত্র, দাহ্য পদার্থ এবং বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্য বহন করা যাবে না, ভয় বা আতঙ্ক সৃষ্টি করে এমন কোনো বিকট শব্দ করা যাবে না। কোনো ধরনের মাতলামি করা যাবে না। নারীর প্রতি কোনো ধরনের অশোভন আচরণ করা যাবে না। শোভাযাত্রায় সকলকে সু-শৃঙ্খল ও সারিবদ্ধভাবে চলতে হবে। যত্রতত্র হকার বা দোকান বসানো যাবে না। গ্যাস সিলিন্ডারসহ বেলুন বিক্রেতা এবং ফ্ল্যাক্স নিয়ে চা বিক্রেতা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে না।
পুলিশ কমিশনার আরো বলেন, সন্দেহজনক কোনো কিছু দেখলেই আমাদের জানানোর অনুরোধ রইল। প্রতিটি অনুষ্ঠানের আয়োজকদের নিজস্ব একটি স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে এবং তাদের যেন সহজে চেনা যায় সেজন্য ‘স্বেচ্ছাসেবক’ লেখা ক্যাপ বা বাহুবন্ধীর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাদের নাম ও মুঠোফোন নাম্বারের একটি তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। ইকবাল বাহার বলেন, শিরীষতলা ও ডিসি হিলে মাইকিংয়ের ব্যবস্থাসহ পুলিশ কন্ট্রোলরুম স্থাপিত হবে।
ওইদিন নগরীর কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। নন্দনকান (পুলিশ প্লাজা) মোড়, চেরাগি পাহাড় মোড়, এনায়েতবাজার মোড় এবং লাভ-লেইন মোড় (স্মরণিকা ক্লাব) হতে ডিসি হিল অভিমুখে কোনো যানবহান চলাচল করতে পারবে না।
কাঠের বাংলো মোড় থেকে আটমাসিং মোড় হতে সিআরবি শিরীষতলা অভিমুখে কোনো যানবাহন চলাচল করবে না। পাশাপাশি নেভাল মোড় হতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-সিআরবি মোড় এবং শিশুপার্ক গোলচত্বর মোড় হতে সিআরবি অভিমুখে যানবাহন চলাচল করতে পারবে না।
পতেঙ্গার বাটার ফ্লাই মোড় হতে নেভাল একাডেমির গেট হয়ে ওয়েস্ট পয়েন্ট মোড় পর্যন্ত রুটে এবং কাঠগড় মোড় এবং ওয়েস্ট পয়েন্ট মোড় হতে সি-বিচ অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারবে না।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্যসহ নগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।