Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি চেয়ারপারসনকে সঠিক পথে ফিরে আসার আহ্বান নাসিমের

প্রসঙ্গ দেশ বিক্রি

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে লাগামহীন, দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বন্ধ করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর সরকার দিবস উৎযাপন কমিটির প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, এটা হচ্ছে খালেদা জিয়ার একটা ভাঙা রেকর্ড। এ দেশের মানুষ তার এ বক্তব্য গ্রহণ করে নাই। আর কোনো দেশ বিক্রি করা যায় না। যে দলের  নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ হাস্যকর ছাড়া আর কিছু নয়। তিনি হতাশ হয়ে আজকে এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা ভারতের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা করেছে তা সম্পূর্ণভাবে প্রকাশ্যে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের পক্ষে দুই দেশ একমত হয়ে এসব চুক্তি করেছে। এখানে কোনোভাবে শেখ হাসিনা দেশকে বিক্রি করে নাই। দেশ বিক্রি করতে পারে এমন কোনো শক্তি বাংলাদেশে নাই। এটা খালেদা জিয়ার একটা বালখিল্য বক্তব্য। এখনো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অব্যাহত চক্রান্ত চলছে। বিএনপি-জামায়াত জোট এ অশুভ শক্তিকে সহযোগিতা করছে। ইনশাআল্লাহ, আমরা শপথগ্রহণ করেছি শেখ হাসিনার নেতৃত্বে এ চক্রান্তকে নস্যাৎ করে আগামী দিনে বিজয় অর্জন করব।
প্রস্তুতি বৈঠক শেষে মুজিবনগর সরকার দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে ১৭ এপিল ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়সহ সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধ ফুল দেয়া এবং গার্ড অব অর্নার প্রদান। বিকেল তিনটায় মুজিবনগরে সমাবেশ করবে আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটির আহŸায়ক মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করবেন।
১৮ তারিখ বিকেল তিনটায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সহ-দপ্তর বিপ্লব বড়–য়া, কার্য নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, মেরিনা জাহান কল্পনা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ