পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের রান্না খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বাংলাদেশে এসে ‘পেটভরে ভাত খাওয়ার’ কথাও বলেছেন।
গতকাল রাতে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির আমন্ত্রণে শেখ হাসিনার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন মমতা। এরপর সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার এই ইচ্ছের কথা জানান মমতা।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাউথ অ্যাভিনিউয়ে দলীয় পার্লামেন্ট সদস্য মুকুল রায়ের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, নৈশভোজের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। এ সময় সাংবাদিকেরা জানতে চান সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে কি না? এ প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘শেখ হাসিনা আমি খেয়েছি কি না তা জানতে চান। আমি বললাম, আমি বিশেষ কিছু খাই না। তবে বাংলাদেশে গিয়ে পেটভরে ভাত খাব।’ এ সময় তিনি (মমতা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের রান্না খাওয়ার ইচ্ছেও প্রকাশ করেন। মমতা বলেন, এ সময় শেখ হাসিনাও তাকে নিজ হাতে রান্না করে খাওয়ানোর কথা বলেন। উত্তরে মমতাও তাকে রান্না করে খাওয়াতে চান।
গতরাতের নৈশভোজে মোট ১৮ রকমের পদ ছিল। নৈশভোজে অংশ নেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, ভারতীয় শিল্পপতি গৌতম আদানিসহ বিশিষ্টজনেরা।
নৈশভোজে যোগ দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর গতকালে দিনের কর্মসূচি শেষ হয়। আজ সোমবার ইন্ডিয়া ফাউন্ডেশনের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখানে তিনি দুই দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী আজই ঢাকায় ফিরবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।