Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে গিয়ে পেটভরে ভাত খাব : মমতা

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১:১৯ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের রান্না খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বাংলাদেশে এসে ‘পেটভরে ভাত খাওয়ার’ কথাও বলেছেন।
গতকাল রাতে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির আমন্ত্রণে শেখ হাসিনার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন মমতা। এরপর সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার এই ইচ্ছের কথা জানান মমতা।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাউথ অ্যাভিনিউয়ে দলীয় পার্লামেন্ট সদস্য মুকুল রায়ের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, নৈশভোজের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। এ সময় সাংবাদিকেরা জানতে চান সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে কি না? এ প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘শেখ হাসিনা আমি খেয়েছি কি না তা জানতে চান। আমি বললাম, আমি বিশেষ কিছু খাই না। তবে বাংলাদেশে গিয়ে পেটভরে ভাত খাব।’ এ সময় তিনি (মমতা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের রান্না খাওয়ার ইচ্ছেও প্রকাশ করেন। মমতা বলেন, এ সময় শেখ হাসিনাও তাকে নিজ হাতে রান্না করে খাওয়ানোর কথা বলেন। উত্তরে মমতাও তাকে রান্না করে খাওয়াতে চান।
গতরাতের নৈশভোজে মোট ১৮ রকমের পদ ছিল।  নৈশভোজে অংশ নেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, ভারতীয় শিল্পপতি গৌতম আদানিসহ বিশিষ্টজনেরা।
 নৈশভোজে যোগ দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর গতকালে দিনের কর্মসূচি শেষ হয়। আজ সোমবার ইন্ডিয়া ফাউন্ডেশনের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখানে তিনি দুই দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী আজই ঢাকায় ফিরবেন।



 

Show all comments
  • এস, আনোয়ার ১০ এপ্রিল, ২০১৭, ৯:৫১ এএম says : 0
    হাঁচাই কইতাছি মমতা দিদি, বাংলাদেশে আইসা আপনের পেট ভইরা ভাত খাওনের আবদারের কথা হুইন্না পরানের ভেতরে আপনের লাইগ্গা মমতা অনুভব করতাছি। অল্প কয়দিন অইল পত্রিকায় পড়ছিলাম, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আপনেগো বাহিনীর বহুত মহাবীর সৈন্য আত্মহত্যা কইরা মুক্তি পাইছে। কথাডা দিদি একদম বিশ্বাস অইতে চায় নাই। কিন্তুক অহন আপনের এই ক্ষুধার্ত আবদারের কথাডা হুইন্না আপনেগো ঐ ভূখা সৈন্যগুলার আত্মরে ত্যাগ করনের কথাডা বিশ্বাস না কইরা পারতাছি না দিদি। ভুখা লোকগো কথা হুনলে আমাগো খুব দুখ্খ লাগে। কারন মোরাও গরিবতো, চাইলে ভুখাও কইতে পারেন তবে আপনেগো লাহান না। ভুখাগো দুখ্খ মোরা বুঝি। সমস্যা অইবো না দিদি আপনে আইসেন। ভালা কইরা ইলিশ দিয়া পেট ভইরা খাবাইয়া দিমু নে। তয় দিদিরে একখান কথা জিগাইতাম, মনে কিছু নিবেন না, পেটে ক্ষুধা লইয়া মাথায় এত্তো কুট বুদ্ধি কুহান থেইক্কা পান দিদি..???
    Total Reply(0) Reply
  • anas ১০ এপ্রিল, ২০১৭, ১২:৫২ পিএম says : 0
    didi pet vora khaben kono somossa nai kintu ganen ki tistar panir ovavey amar desar manus pet vora khita pay na
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ১০ এপ্রিল, ২০১৭, ২:২৬ পিএম says : 0
    মমতা দিদি, আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশের আকাশ, বাতাস, জল, খাবার, মায়া, মমতা সব ই ভালো। পেট ভরে একবার খেলে, আজীবন মনে থাকবে। এমন কথা জ্ঞানী গুনী কবি সাহিত্যিক সবায় ই বলে। বাংলাদেশ আছে বলে ই বাংলায় কথা সহজ হয়েছে। কবি গুরু রবি ঠাকুর, নজরুল সহ অনেক লেখকের লেখা বিশ্ব দরবারে স্হান পেয়েছে। শাসকরা কাটা তার দিয়ে ভাগ করছে বটে, কিন্তু মনের ভাবের আদান প্রদান কি বন্ধ করছে ওরা? তাই আপনি আর আমরা এক ই ভাবাভেকের মানুষ।একই ধারায় চলি মোরা। তাই আর ক্ষতি নয়, এখন ই খুলে দেন তিস্তার পানি। বাঁচান আমাদিগকে, ধন্য হোন আপনি। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ