Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসন্ন হাব দ্বি-বার্ষিক নির্বাচনে দ্বি-মুখী লড়াই হবে

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শামসুল ইসলাম : হাবের দ্বি-বার্ষিক নির্বাচনী (২০১৭-২০১৯) প্রচারণা এখন তুঙ্গে। আগামী ২০ এপ্রিল হাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়া পল্টনস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। হাবের ১১শ’ ৫৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ঢাকায় ২১, চট্টগ্রামে ৩ এবং সিলেটে ৩ প্রার্থীসহ কার্যকরী পরিষদে মোট ২৭টি সদস্য পদে ভোট দিতে হবে। নির্বাচনের তিনটি প্যানেল অংশ নিলেও মূলত দ্বি-মুখী লড়াই হবে। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ হারুনুর রশিদ। নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। হাবের একজন সাবেক সভাপতি দুর্নীতিমুক্ত হাব প্রতিষ্ঠা, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কল্যাণকর হাব গঠনের লক্ষ্যে আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে নেমেছেন। হাবের বেশ কিছু ভোটার এ অভিমত ব্যক্ত করেছেন। হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট-এর প্যানেল প্রধান, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুস ছোবহান ভূঁইয়া ও হাব গণতান্ত্রিক ফোরামের প্যানেল প্রধান ও হাবের বর্তমান মহাসচিব আলহাজ শেখ আব্দুল্লাহ’র মধ্যে দ্বি-মুখী নির্বাচনী লড়াই হবে। হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদকে প্যানেল প্রধান করে হাব সমন্বয় পরিষদও আংশিক প্যানেল নিয়ে হাবের নির্বাচনে মাঠে নেমেছে। তবে হাব সমন্বয় পরিষদ দাবী করেছে তারা পূর্ণ প্যানেল নিয়েই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছে। তিনটি প্যানেলই রাত-দিন স্ব-স্ব পক্ষে ব্যাপক গণসংযোগ চালাচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছে প্যানেলের প্রার্থীরা। হাব সমন্বয় পরিষদ আজ রোববার রাতে ফকিরাপুলস্থ হোটেল রহমানিয়ায় নির্বাচনী মতবিনিময় সভার ডাক দিয়েছে। হাব গণতান্ত্রিক ফোরামের প্যানেল পরিচিতি সভা আগামী ১৬ এপ্রিল বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল পরিচিতি সভা আগামী ১৭ এপ্রিল হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠিত হবে। হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদের প্রার্থী মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ জিয়া উদ্দিন চৌধুরী ও মাহমুদুল হক পেয়ারু রাতে টেলিফোনে ইনকিলাবকে বলেন, হাব সমন্বয় পরিষদের প্যানেল প্রধান জামাল উদ্দিন আহমেদের পাগলামীর শেষ নেই। তিনি চট্টগ্রামে কোনো প্যানেল দিতে পারেননি। আমাদের নাম তার প্যানেলের পরিচিতি লিফলেটে ছাপিয়ে দিয়েছে। চট্টগ্রামে তার কোনো নির্বাচনী অফিসও নেই। তারা এক প্রশ্নের জবাবে বলেন, হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান ও আওয়ামী লীগ নেতা আব্দুস ছোবহান ভূঁইয়ার প্যানেলের প্রার্থী হিসেবে আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। রাতে ঐক্য ফ্রন্টের প্যানেলের নির্বাচনী অফিসে বসেই গণসংযোগের দায়িত্ব পালন করছি। হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের সমর্থনে চট্টগ্রামে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ