Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে এবার স্কুল শিক্ষককে পেটালো সাবেক সভাপতি

বেড়েই চলেছে শিক্ষক লাঞ্ছনা

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে এবার ৬১নং উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগকে মারধর, টাকা ও সোনা ছিনিয়ে নেয়ার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে ওই স্কুলের সাবেক সভাপতি আঃ বারেক হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধার সন্তান নৈকাঠি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন সোহাগ অভিযোগ করেন, গত ২ এপ্রিল দুপুরে বিদ্যালয়ের প্রথম শিফটের পাঠদান শেষে তিনি বিদ্যালয়ের পাশে আবদুল জব্বারের চায়ের দোকানে নাস্তা করে স্কুলে ফেরার পথিমধ্যে সাবেক সভাপতি আঃ বারেক হাওলাদারের সাথে ম্যানেজিং কমিটির বিরোধ ও দাবিকৃত ২০ হাজার টাকা দিতে অস্বীকৃতির জের ধরে পূর্ব-পরিকল্পিতভাবে আঃ বারেক হাওলাদার ও তার দলবল মিলে শিক্ষক সোহাগকে জুতাপেটা ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সাথে থাকা ১৮ হাজার ৭ শত টাকা ও ১ ভরি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনার পর ৪ এপ্রিল আঃ বারেক হাওলাদারকে প্রধান করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে রাজাপুর থানায় মামলা (নং-২) করলেও ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামী গ্রেফতার না করায় আসামীরা হত্যাসহ বিভিন্ন ধরনের ক্ষতিসাধনের হুমকি দিচ্ছে। সোহাগ ৬১নং উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধিও। সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ’র উপজেলা সভাপতি মহসিন উদ্দিন ও সেক্রেটারী একে আজাদ খানসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর শান্তির দাবি করেন এবং শিক্ষক সুরক্ষা আইনের দাবি জানান। অভিযুক্ত বারেক হাওলাদার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানায়, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এরআগেও ২৬ মার্চ দুপুরে স্কুলের মাঠ ২৬ মার্চের অনুষ্ঠান করার অনুমতি দেয়ার জেরে সাতুরিয়া এমএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক আকনকে মারধর করেন সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির। এছাড়া ৭ এপ্রিল আঙ্গারিয়া গ্রামের নবপ্রতিষ্ঠিত বেগম ফজিলাতুননেছা মুজিব প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক আল আমিনকেও স্থানীয় ক্ষমতাসীন দলের একনেতা মারধর করেছে বলে ওই শিক্ষক রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ