পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সকল ধর্মের প্রতি সম্মান ও জঙ্গিদের ধ্বংসের মাধ্যমে অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আঙিনায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৯ম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে শেখ হাসিনার সরকারের অসা¤প্রদায়িক নীতির ফলে স্বাধীনতার চেতনায় সংবিধানে পুনঃস্থাপিত চার মূলনীতির কথা উল্লেখ করে তিনি একথা বলেন। সারাদেশ থেকে আগত তিন হাজারেরও বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে জমায়েত হন। এদেশের মাটি ও চার হাজার বছরের ইতিহাস সকল ধর্মের সহাবস্থান ও সা¤প্রদায়িক স¤প্রীতির ইতিহাস’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র ও উৎসব সবার। মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা ভাঙা মানুষের হৃদয় ভাঙার সমান। জঙ্গি ও তাদের লালনকারীদের ধর্মীয় স¤প্রীতির সবচেয়ে বড় শত্রæ বলে বর্ণনা করে তিনি বলেন, এই মাটিতে জঙ্গিদের কোনো জায়গা নেই।
অধ্যাপক রেহমান সোবহান সম্মেলনের উদ্বোধন করেন। এর পর বিশিষ্ট রাজনীতিক জি এম কাদের, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমÐলীর তিন সদস্য মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, উশাতন তালুকদার এমপি ও হিউবার্ট গোমেজ, পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।