Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শিল্পী হৈমন্তী শুক্লা শিবচর আসছেন কাল

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : শিবচরের ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরের শতবর্ষ উপলক্ষে শুক্রবার থেকে ৩ দিনের উৎসব শুরু হচ্ছে।
উৎসবে শনিবার আসছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ ৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। একইদিন আরো আসছেন ভারতের কিংবদন্তী সংগীত শিল্পী হৈমন্তী শুক্লাসহ ভারত ও ও বাংলাদেশের বিখ্যাত বাউল স¤্রাট সফি মন্ডল। মন্দিরের শতবর্ষ উপলক্ষে গেট, তোরণ, বাহারি রংয়ের বাতি দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো এলাকা।
জানা যায়, শিবচর পৌর এলাকায় ১৩২৩ বঙ্গাব্দে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির প্রতিষ্ঠা করেন প্রয়াত রাজকুমার কুন্ডু। সেই থেকে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা-অর্চনার মধ্যে দিয়ে ধীরে ধীরে উপজেলার কেন্দ্রীয় মন্দির হিসেবে রূপ নেয় মন্দিরটি। ইতোমধ্যেই ঐতিহ্যবাহী এই মন্দিরটি প্রতিষ্ঠার শতবর্ষ সম্পন্ন হয়েছে। আগামী শনিবার মন্দিরটির শতবর্ষ পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। ঢাকা-খুলনা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হচ্ছে বড় বড় গেট, তোরণ। রং-বেরংয়ের বাতি দিয়ে ও লাল-সবুজের রংয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে মন্দিরসহ আশ-পাশের পুরো এলাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন চন্দ্র শিকদার, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এছাড়া ভারতের মায়াপুর ইসকনের অধ্যক্ষ তারককৃষ্ণ নামদাস ব্রহ্মচারী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ ভারত-বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন মিশন, স্কন ও মন্দিরের মহারাজ, শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ভারতের প্রখ্যাত কন্ঠ শিল্পী হৈমন্তী শুক্লা, বিখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল, এসময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশিকসহ ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ। উৎসব চলবে শুক্রবার থেকে রোববার রাত পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ