Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

র‌্যাব নিষিদ্ধের দাবি আবারও বিএনপির

সুইডিশ রেডিওতে ‘র‌্যাবের গুপ্তহত্যার লোমহর্ষক বর্ণনা’ ফাঁস

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার দেশের এলিট বাহিনী র‌্যাবকে অন্ধকারের মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ানোর সংগঠনে পরিণত করেছে অভিযোগ করে আবারও এই সংস্থাটি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি
গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
তিনি বলেন, সুইডিশ রেডিওতে র‌্যাবের গুপ্তহত্যার লোমহর্ষক বর্ণনা ফাঁস হয়ে যাওয়াতে এদের কর্মকাÐের বিভৎস রূপ এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষের বিবেককে প্রবলভাবে নাড়া দিয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‌্যাব বিরোধী দল দমনে অমানবিক নৃশংতার ঘটনা আজ মানুষের মুখে মুখে। এ বিষয়ে আমরা অনেক কথা বলেছি।
সন্তানহারা অনেক মায়ের আহাজারি, স্বামীহারা স্ত্রীর বুকফাটা কান্না, পিতাহারা শিশুর পিতার জন্য অপেক্ষার করুন আর্তি এই র‌্যাবের এবং আইন-শৃঙ্খলা বাহিনী কিছু সদস্যের জন্যই সৃষ্টি হয়েছে। র‌্যাবকে যেন অন্ধকারের মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ানোর সংগঠনের পরিণত করেছে এই সরকার। আমি আবারও র‌্যাবকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি।
স¤প্রতি সুইডিশ রেডিওতে বাংলাদেশের এলিট বাহিনী র‌্যাব কীভাবে ‘ক্রসফায়ারের নামে’ মানুষ হত্যা করে, তা ওই বাহিনীর ‘উচ্চপদস্থ এক কর্মকর্তার’ ভাষ্য প্রচারিত হয়। সাড়ে ৮ মিনিটের একটি রিপোর্টে সুইডিশ রেডিও জানায়, ওই র‌্যাব কর্মকর্তার অজান্তে প্রায় দুই ঘণ্টা ধরে তার বক্তব্য রেকর্ড করা হয়। সেখানে র‌্যাবের নির্যাতন, হত্যা ও গুমের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন তিনি।
ক্রসফায়ারের বিষয়ে র‌্যাব সদস্যদের কী নির্দেশনা দেয়া থাকেÑ সে বিষয়ে বাংলায় ওই ব্যক্তির বক্তব্য দিয়ে শুরু হয়েছে সুইডিশ রেডিওর অডিও রিপোর্ট। ওই বক্তব্যের একটি ইংরেজি তর্জমাও সুইডিশ রেডিওর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
র‌্যাবের নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৪ সাল থেকে কয়েকবার র‌্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে বিএনপি
রুহুল কবির রিজভী বলেন, আজকে র‌্যাবকে দিয়ে, আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে যেভাবে বিরোধী দলকে দমন করা হচ্ছে, তাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে শুধু সাধারণ কর্মী না, সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে, উপজেলা সভাপতি, নির্বাচিত কাউন্সিলর গুমের শিকার হয়েছে। ইলিয়াস আলীকে (সাবেক এমপি) তুলে নিয়ে যাওয়ার পর আজ সে গুম, সাইফুল ইসলাম হীরু গুম, হুমায়ুন কবীর পারভেজ গুম, কমিশনার চৌধুরী আলম গুম। আমাদের একজন সতীর্থ সালাহউদ্দিন আহমেদ যিনি মন্ত্রীত্ব করেছেন, ক্যাডার সার্ভিসে চাকরি করেছেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, কয়েকবার এমপি হয়েছিলেন তাকে দুই মাস গুম করে রেখে ফেলে রেখে দেয়া হয়েছে পার্শ্ববর্তী দেশে। কয়েকদিন আগে তার দিল্লির একটি হাসপাতালে জটিল অপারেশন হয়েছে।
তিনি বলেন, র‌্যাবের মতো একটি খুনে বাহিনী ব্যবহার করেই প্রধানমন্ত্রী বিরোধী দলকে দমন করেন এবং জনগণকে চোখ রাঙিয়ে কথা বলেন। এটা করা হচ্ছে এজন্য যে, মানুষ যাতে ভোটের কথা না বলে, নির্বাচনের কথা না বলে। মানুষের ঘুম কেড়ে নিয়েছে, মানুষের আশা-আকাক্সক্ষা সব কিছু কেড়ে নিয়েছে এই সরকার এই সমস্ত খুনে বাহিনী তৈরি করে।
এ সমস্ত বাহিনী দিয়ে ক্ষমতাসীনরা আমাদের জনসমাজ থেকে গণতন্ত্র, সহনশীলতা, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার, ভিন্নমত প্রকাশের সুযোগ সবকিছুকেই স্তব্ধ করে দিয়েছে।
জঙ্গিবাদের সাথে ক্ষমতাসীনদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে রিজভী বলের, জঙ্গিবাদ নামক নতুন উপসর্গ সারা জাতিকে উদ্বিগ্ন ও আতঙ্ক করে তুলেছে। এই জঙ্গিদের সাথে শাসক দলের সংশ্লিষ্টতা হতবাক করেছে। প্রথম থেকে আমরা বলে এসছি, যখনই কোনো জঙ্গিবাদের বড় ধরনের নারকীয় ঘটনা ঘটছে সেখানে প্রধান হোতা অথবা অন্য যারা সঙ্গীরা আছেন, তারা শাসক দলের সাথে কোনো না কোনোভাবে জড়িত।
যেমন শায়খ আব্দুর রহমান হচ্ছেন আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর ভগ্নিপতি, হলি আর্টিজান রেস্তোরাঁর ঘটনায় যেমন আওয়ামী লীগের এক থানার প্রচার সম্পাদকের ছেলে রয়েছে। ঠিক তেমনিভাবে গত কয়েকদিন আগে ময়মনসিংহে যে জঙ্গিদের ধরা হয়েছে; তাদের মধ্যে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি আল আমীনসহ আরো দুইজন আওয়ামী পরিবারের সদস্য রয়েছেন। যে ভবন থেকে তাদের ধরা হয়েছে, সেটি আওয়ামী লীগের একজন সাবেক এমপির বাড়ি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এ বি এম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রক্ষক যখন ভক্ষক : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুম-খুন-হত্যার মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকার প্রক্রিয়া, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে তাদের ইচ্ছার প্রতিফলন থেকে বাইরে রাখার চেষ্টা এবং আইনের শাসনের অভাবে দেশের মানুষ চরমভাবে নিপীড়িত-নির্যাতিত হচ্ছে। যারা জনগণকে রক্ষা করার কথা, তারা ভক্ষক হয়ে গেছে। শুধু আইন-শৃঙ্খলা বাহিনী নয়, আজকে আইনের শাসনের অভাবে বিচার বিভাগও শেষ হয়ে যাচ্ছে। কোন দেশে আছি আমরা। যারা রক্ষক আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ তারা আজকে ভক্ষকে পরিণত হয়েছে।
সুইডেনের রেডিওতে প্রচারিত র‌্যাবের রিপোর্ট প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে গুম-খুনের বিষয়টি এখন অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। গুম-খুন এখন এমন পর্যায়ে গেছে বাংলাদেশর মানুষকে ক্ষতবিক্ষত করছে, বিশ্বের শান্তিকামী মানুষ, গণতান্ত্রিকামী মানুষকে ক্ষতবিক্ষত করছে। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো প্রতিনিয়ত বাংলাদেশ সরকারকে বলছেÑ আপনারা এই গুম, এই খুন, এই নিপীড়ন বন্ধ করুন। এই পরিপ্রেক্ষিতে তারা পরিস্কারভাবে বলছে, এরা শুধু গুম-খুন চালিয়ে যাচ্ছে না, এরা বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে। এরা যে গুম-খুন করছে, এটা এখন বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা সুইডেনের রেডিওতে শুনেছি, বিশ্ববাসী শুনেছে কীভাবে ক্রসফায়ারের নামে বিচারবর্হিভুত হত্যাকাÐের ঘটনা ঘটছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ‘গুম-খুন-বিচারবর্হিভুত হত্যার প্রতিবাদে এই আলোচনা সভায় সংগঠনের প্রধান অধ্যক্ষ সেলিম ভ‚ঁইয়া, বিএনপির অধ্যাপক ফরহাদ হোসেন ডোনার, কাদের গনি চৌধুরী, শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।



 

Show all comments
  • আঃ রাজ্জাক ৭ এপ্রিল, ২০১৭, ১২:৫৫ পিএম says : 0
    যারা সৃষ্টি করেছে তাঁরাই নিষিদ্ধ চায়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ