পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দিল্লি সফরে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হানিকর এমন কোনো চুক্তি ভারতের সঙ্গে না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহŸান জানিয়েছেন দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক। তারা প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভারত নিজের অস্ত্র আমদানিকারক দেশ। তাদের কাছ থেকে অস্ত্র কিনে কি করবেন? গতকাল শত নাগরিক কমিটির ব্যানারে এ বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডা: এম এ মাজেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, কবি আল মাহমুদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক ভাষ্যকার প্রফেসর ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. খন্দকার মুসতাহিদুর রহমান, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ জে মোহাম্মদ আলী, গণমাধ্যম ব্যক্তিত্ব মাহফুজউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা: আবদুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. বোরহান উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসান মোহাম্মদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আবদুর রহমান সিদ্দিকী, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন। তার সফরের তারিখ একাধিকবার পরিবর্তিত হয়েছিল। তার সফরকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র সচিব মি. জয়শঙ্কর, সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর এবং সবশেষে ভারতের সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ সফর করে গেছেন।
এসব সফর এবং ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরাখবর নানা জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে বাংলাদেশের গণমাধ্যম ও সুধীসমাজের মধ্যে সঞ্চার হয়েছে উদ্বেগ।
কথা উঠেছে এই সফরকালে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। অথচ বাংলাদেশ সরকার এসব স্পর্শকাতর বিষয় নিয়ে জাতিকে স্পষ্ট করে কিছুই বলছে না। ফলে উৎকণ্ঠা বেড়ে চলেছে।
বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ শিখরে রয়েছে বলে দু’দেশের সরকারি মহল থেকে একাধিকবার দাবি করা হয়েছে। কারণ বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা সমস্যার সঙ্কট লাঘব করে ঘোষণা দিয়েছে ভারতের বৈরী কোনো শক্তিকে বাংলাদেশের মাটিতে থাকতে দেবে না। নামমাত্র মাশুলের বিনিময়ে ভারতকে বাংলাদেশের মধ্য দিয়ে বহুমুখী ট্রানজিট সুবিধা, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে ঝুলিয়ে রাখা ভূমি সীমান্ত সমস্যার সমাধান হলেও দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার কোনো সমাধান আজও হয়নি।
বহুল আলোচিত তিস্তা পানি বণ্টন হবেÑ হচ্ছে বলে ঘোষণা দেয়া হলেও বাংলাদেশের পানিসম্পদ এবং পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ¯্রফে জানিয়ে দিয়েছেন এবার তিস্তা চুক্তি হচ্ছে না। সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে প্রায় প্রতিদিনই বাংলাদেশী নাগরিক খুন হচ্ছে। দুই দেশের মধ্যেও শুল্ক ও অশুল্ক বাধাসমূহ অদ্যাবধি দূর করা হয়নি। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ক্রমাগত বেড়েই চলেছে। বাংলাদেশ থেকে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রতি বছর এ দেশের কর্মরত ভারতীয় নাগরিকদের হাত দিয়ে ভারতে চলে যাচ্ছে।
এখন কথা হলো বাংলাদেশ-ভারত সম্পর্ক যদি সর্বোচ্চ শিখরে পৌঁছেই থাকে তাহলে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি করার কি প্রয়োজন তা বোধগম্য নয়।
বাংলাদেশকে ভারত থেকে অস্ত্র কেনার জন্য ৫০ কোটি ডলার ঋণ দেবে বলে ঘোষণা দিয়েছে ভারত। অথচ ভারত নিজেই পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র আমদানিকারক দেশ। ফলে পরিষ্কারভাবে বলা যায়, বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরিপূরক করে তোলাই এসব আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে বাংলাদেশকে অন্য কোনো রাষ্ট্রের প্রতিবন্ধী হিসেবে দাঁড় করানোর একটি সুচতুর প্রয়াস আছে বলে আমাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়া এই প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলতে পারে বলে আমাদের আশঙ্কা। এত দুর্বল হয়ে পড়তে পারে আমাদের প্রতিরক্ষাব্যবস্থা।
ভারত নিয়েছে অনেক কিন্তু দিয়েছে খুবই সামান্য। আমরা আশা করব বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের সময় ঋণ পরিশোধে ভারত এগিয়ে আসবে। আমরা আরো বলতে চাই, চুক্তির বিষয়াবলি অস্বচ্ছ রেখে ভারতের সঙ্গে প্রতিরক্ষা কিংবা সমঝোতা চুক্তি কার্যত সৎ উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে না।
আমরা ভারতকে বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে পেতে চাই। যেমনটি ঘটেছিল ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়। চুক্তির চাইতে সদ্ভাবের মূল্য অনেক বেশি। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরকালে বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌত্বের জন্য হানিকর কোনো চুক্তি করবেন না। এটাই এ দেশবাসীর প্রত্যাশা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।