Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘পৃথিবীতে ধনী হওয়া সহজ’

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : পৃথিবীতে ধনী হওয়া সবচেয়ে সহজ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মন্ত্রী।  
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘৮৫ বছর পরে দুরবীণ দিয়ে দেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবচেয়ে কঠিন কাজ গরিব হওয়া। আমিও গরিব হওয়ার চেষ্টা করেছিলাম, পারি না। একমাত্র ধনী হওয়া পৃথিবীতে সহজ কাজ।’
তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম ব্যবসাবান্ধব দেশ। এখানে ইচ্ছা করলেই জমিসহ কারখানার মালিক হওয়া যায়। অথচ পৃথিবীর অন্য কোনো দেশে জমির মালিক হওয়া যায় না। সব কিছুই নির্দিষ্ট সময়ের জন্য লিজ নিয়ে করতে হয়। ব্যবসার সব বিষয়ে বাংলাদেশে নিরাপত্তা ভালো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ